For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাম মন্দির নিয়ে আন্দোলন চালিয়ে যেতে চায় বিশ্বহিন্দু পরিষদ! দেওয়া হল যুক্তি, পরিকল্পনাও

রামমন্দির নিয়ে আন্দোলন একটা সন্তোষজনক সমাধানের জায়গায় পৌঁছলেও, মন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত বিশ্বহিন্দু পরিষদ এনিয়ে এখনও আন্দোলন চালিয়ে যেতে চায়।

  • |
Google Oneindia Bengali News

রামমন্দির নিয়ে আন্দোলন একটা সন্তোষজনক সমাধানের জায়গায় পৌঁছলেও, মন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত বিশ্বহিন্দু পরিষদ এনিয়ে এখনও আন্দোলন চালিয়ে যেতে চায়। আগামী মাসগুলিতে মন্দিরকে ঘিরে বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে তারা।

রাম মহোৎসব

রাম মহোৎসব

সামনের চার মাসে গ্রাম পর্যায়ে বিশ্বহিন্দু পরিষদের তরফ থেকে রাম মহোৎসবের আয়োজন করা হচ্ছে। এছাড়াও রয়েছে আরও অন্য পরিকল্পনাও।

লক্ষ্য হিন্দু জাগরণকে জাগিয়ে রাখা

লক্ষ্য হিন্দু জাগরণকে জাগিয়ে রাখা

ভিএইচপির বর্ষীয়ান নেতা পুরুষোত্তম নারায়ণ সিং বলেছেন, তারা হিন্দু জাগরণকে জাগিয়ে রাখতে চান। যা রামমন্দির নিয়ে আন্দোলনের পর থেকে জাগ্রত হয়েছে।

লক্ষ্য বিজেপি বিরোধী দলগুলিতে চাপ দেওয়া

লক্ষ্য বিজেপি বিরোধী দলগুলিতে চাপ দেওয়া

বিশ্ব হিন্দু পরিষদ জানাচ্ছে, এই কর্মসূচি নেওয়া হয়েছে, কেননা বিজেপি বিরোধী রাজনৈতিকদলগুলি মুসলিমদের তুষ্ট করতে রাজনীতি করে। কিন্তু হিন্দু জাগরণ সম্ভব হয়েছে, মন্দির নিয়ে আন্দোলনের পর থেকে। তাদের অভিযোগ, দশকের পর দশক ধরে ধর্মনিরপেক্ষতার নামে হিন্দুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকের মর্যাদা দেওয়া হয়েছে।

 ৮০০০ গ্রামে নতুন শাখা

৮০০০ গ্রামে নতুন শাখা

দলের অপর নেতা অম্বরীশ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সেপ্টেম্বর থেকে ভিএইচপির সাংগঠনিক পুনর্গঠন শুরু হয়েছে। লক্ষ্য হল ৮০০০ গ্রামে নতুন শাখা খোলা। জানুয়ারি-ফেব্রুয়ারিতে ব্লক পর্যায়ে সম্মেলন করা হবে বলে জানিয়েছেন তিনি। এরপর গ্রাম পর্যায়ে রাম মহোৎসবের আয়োজন করা হবে। কমিউনিটি পুজোরও আয়োজন করা হবে। এই অনুষ্ঠানগুলিতে বিএইচপি জানাবে, কীভাবে রামমন্দিরের জন্য আন্দোলন করা হয়েছিল আদালতের মধ্যে এবং আদালতের বাইরে।

এটা উল্লেখ করা যেতে পারে প্রয়াত ভিএইচপি নেতা অশোক সিংঘল সবসময় বলতেন, অযোধ্যা আন্দোলনকে শুধুমাত্র সংবিধানের মধ্যে সীমাবদ্ধ রাখলেই চলবে না, মুসলিম তোষণের বিরুদ্ধে হিন্দুদের জাগ্রত করতে একে ব্যবহার করতে হবে। বিশ্ব হিন্দু পরিষদ এখন তাকেই অনুসরণ করতে চায়।

English summary
VHP wants to continue Ayodhya Ram Temple movement even after verdict from Supreme Court. They will holding Ram Mahotsav and other programmes at the cillage levels in the coming months.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X