For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্ররোচনামূলক মন্তব্য, মামলা দায়ের ভিএইচপি নেত্রী সাধ্বী বালিকা সরস্বতীর বিরুদ্ধে

  • |
Google Oneindia Bengali News

ম্যাঙ্গালুরু, ৭ মার্চ : প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগে মধ্যপ্রদেশের বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) নেত্রী সাধ্বী বালিকা সরস্বতীর বিরুদ্ধে মামলা দায়ের হল।

১ মার্চ ম্যাঙ্গালুরুতে হিন্দু সমাজোৎসভার এক অনুষ্ঠানে তিনি প্ররোচনামূলক মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। ধর্মীয় সংহতি রক্ষাকারী সংগঠন 'কোমু সৌহার্দ্য ভেদিক'-এর দক্ষিণ কানাড়া জেলা সভাপতির অভিযোগের ভিত্তিতে সরস্বতীর বিরুদ্ধে পান্ডেশ্বর থানায় ভারতীয় দণ্ডবিধির ১৫৩(এ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

প্ররোচনামূলক মন্তব্য, মামলা দায়ের ভিএইচপি নেত্রীর বিরুদ্ধে


এই ধারা অনুযায়ী, বিভিন্ন জাতি, ধর্ম, ভাষা, আঞ্চলিক গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ ও ঘৃণার মনোভাব পোষণ করলে বা তাতে উসকানি দিলে আইনের মাধ্যমে বিচার হবে।

হিন্দু সমাজোৎসভায় সাধ্বী বালিকা সরস্বতী বিতর্ক উসকে বলেন, "যারা ভারতে খায়, বাস করে এবং পাকিস্তানের প্রশংসা করে তাদের জুতোপেটা করে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত।"

তাঁর এই মন্তব্য ঘিরে তারপরই বিতর্ক দানা বাঁধে। যদিও সেখানেই না থেমে তিনি আরও বলেন, "রাম মন্দির অযোধ্যাতেই তৈরি হবে। আর একটি তৈরি হবে ইসলামাবাদে। সেখানে গিয়ে হিন্দুরা পূজা-অর্চনা করবেন।"

English summary
Sadhvi Balika Saraswati in soup for inflammatory speech
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X