For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'এ' ফর আর অ্যাপেল নয়, VHP-র নতুন বইয়ে 'A' ফর আম্বেদকর, 'B' ফর ভগৎ সিং

'এ' ফর আর অ্যাপেল নয়, VHP-র নতুন বইয়ে 'A' ফর আম্বেদকর, 'B' ফর ভগৎ সিং

  • |
Google Oneindia Bengali News

ভারতীয়করণ হোক ইংরাজি বর্ণমালা শিক্ষার, এমনই দাবি নিয়ে এবার হাজির বিশ্ব হিন্দু পরিষদ৷ আর এ ফর অ্যাপেল, বি ফর বল নয়। এবার শিশুরা 'এ' ফর আম্বেদকর শিক্ষুক, 'বি' বলতে বুঝুক ভগৎ সিং! দেশের অন্যতম বড় ও প্রভাবশালী হিন্দু সংগঠন এভাবেই পরিবর্তনের দাবি তুলল শিশুপাঠ্য বইগুলিতে৷

এ ফর আর অ্যাপেল নয়, VHP-র নতুন বইয়ে A ফর আম্বেদকর, B ফর ভগৎ সিং

তবে শুধু আম্বেদকর বা ভগৎ সিং-ই নন এপিযে আবদুল কালাম থেকে চানক্য, লক্ষণ, বাল্মিকীরা রয়েছেন বিশ্বহিন্দু পরিষদের নতুন চার্টে। একটি জাতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের প্রকাশিত খবর ভিএইচপি তাদের সংগঠনের শিক্ষাবিভাগে এই নতুন চার্ট তৈরি করেছে৷ দেশে বিভিন্ন রাজ্যে সংঘ ও সরাসরি ভিএইচপি পরিচালিত স্কুলের শিশুপাঠ্য ইংরাজি বইতে এই নতুন নামের চার্ট স্থান পাবে বলে জানা গিয়েছে!

কিন্তু কেন এরকম সিদ্ধান্ত নিল ভিএইচপি? জানা গিয়েছে শৈশব থেকে শিশুদের দেশের সংস্কৃতি ও মহাপুরুষদের বিষয়ে সঠিক জ্ঞান দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে হিন্দু সংগঠনটি। চার্টে আম্বেদকরের জন্য A, ভগত সিং-এর জন্য B, চাণক্যের জন্য C, দয়ানন্দের জন্য D, আবদুল কালাম-এর জন্য K রয়েছে। এছাড়াও লক্ষ্মণের জন্য X, বাল্মীকি জন্য W এবং Y ফর যোগ-ব্যায়ামকে চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে৷

পুরো বিষয়টি নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা? রাজ্যের একাংশের শিক্ষাবিদদের মতে ২০১৪-র পর থেকেই সারা সারাদেশে শিক্ষার গৈরিকীকরণ ও ভারতীয়করণের নামে ভুলভ্রান্তি যা ইচ্ছা যোগ করা হচ্ছে৷ কখনও বিশ্বহিন্দু পরিষদ কখনও আরএসএস দায়িত্ব নিয়ে শিক্ষাব্যবস্থাকে ভাঙতে চাইছে৷ আর বিজেপিতে থাকা তাদের নেতারা জায়গার নাম বদল করে যাচ্ছেন৷ এভাবে দেশটাকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে৷ এগুলো না করে শিক্ষার সার্বিক মানোন্নয় ঘটানো ও বেসরকারিকরণ রোধে মন দিলে উপকার হয়।

অন্যদিকে শিক্ষাবিদদের আরএকটি অংশের মতে শিশুরা যদি ছোট থেকেই নিজের দেশ, মহাপুরুষ ও তাঁদের কাজ জেনে বড় হয় তাহলে তাতে ক্ষতি কী? আম্বেদকর, ভগৎ সিং, আবদুল কালাম-রা তো কোনও বিশেষ ধর্মের লোক নম সারা দেশের ও মানবতার গর্ব পাঠ্যবইয়ে এঁরা স্থান পেলে শিশুদের উপকারই হবে৷

English summary
Indianization of the English alphabet learning system, this time the VHP has come up with such a demand, A for Apple, not B for Ball. Now let the children understand 'A' for Ambedkar, 'B' for Bhagat Singh!
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X