For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জীবনাবসান মহম্মদ আজিজের, মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত শিল্পী, শোকাচ্ছন্ন সঙ্গীতজগৎ

জীবনাবসান হল সঙ্গীতশিল্পী মহম্মদ আজিজের। মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই শিল্পী।

  • |
Google Oneindia Bengali News

জীবনাবসান হল সঙ্গীতশিল্পী মহম্মদ আজিজের। মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই শিল্পী। কলকাতা থেকে মুম্বই যাওয়ার পরই অসুস্থ হয়ে তিনি নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে সঙ্গীত জগতে।

জীবনাবসান মহম্মদ আজিজের, মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত শিল্পী, শোকাচ্ছন্ন সঙ্গীতজগৎ

আট ও নয়ের দশকে তাঁর সুরের মূর্ছনায় মেতে উঠেছিল শ্রোতারা। বলিউড ও টলিউডে তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন, তাঁর নিজস্ব গায়কীতে। বাংলা ও হিন্দিতে বহু জনপ্রিয় গান তিনি গেয়েছেন। গান গেয়েছেন ওড়িশাতেও। অমিতাভ বচ্চন থেকে শুরু করে মিঠুন, ঋষি কাপুর, গোবিন্দাদের লিপে তাঁর গান আলাদা মাত্রা পেয়েছিল।

একটা সময়ে লক্ষ্মীকান্ত-পেয়ারিলালের সঙ্গে জুটি বেঁঝে মহম্মদ আজিজ অনেক জনপ্রিয় দান উপহার দিয়েছিলেন। গান গেয়েছিলেন লতা মঙ্গেশকর থেকে শুরু করে আশা ভোঁসলে, কবিতা কৃষ্ণমূর্তিদের সঙ্গেও। রফি-কিশোরের পরবর্তী যুগে সঙ্গীত জগতকে তিনি ভরসা জুগিয়ছিলেন। বজায় রেখেছিলেন সঙ্গীতের স্বর্ণযুগের ধারা।

অনেক বাংলা সিনেমাতেও তিনি গান গেয়েছেন। তাপস পাল, প্রসেনজিৎদের লিপেও তাঁর গান বিশেষ মাত্রা পেয়েছিল। ২০ হাজারেরও বেশি গান গেয়েছেন আজিজ। বাংলা-হিন্দি কমার্শিয়াল গানের পাশাপাশি তিনি ভজন ও সুফি সঙ্গীতেও যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছিলেন।

English summary
Veteran singer Mohammed Aziz passes away in Mumbai. He is died at Mumbai’s Nanawati Hospital being heart attack,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X