For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলে গেলেন অভিজ্ঞ সাংবাদিক ও লেখক কুলদীপ নায়ার, জরুরি অবস্থার সময়ও মেরুদণ্ড ছিল ঋজু

৯৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিজ্ঞ সাংবাদিক ও লেখক কুলদীপ নায়ার। প্রধানমন্ত্রী মোদী তাঁর শোকবার্তায় কুলদীপকে এই সময়ের 'ইন্টেলেকচুয়াল জায়ান্ট' বলে বর্ণনা করেছেন।

Google Oneindia Bengali News

চলে গেলেন প্রখ্যাত সাংবাদিক তথা লেখক কুলদীপ নায়ার। বুধবার রাত সাড়ে বারোটার সময় নয়াদিল্লির এসকর্ট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯৫ বছর। দেশে জরুরি অবস্থা জারির সময়ে সাংবাদিক হিসেবে তাঁর ভূমিকা ছিল অতুলনীয়। সাংবাদিকতার পাশাপাশি লেখক ও কূটনীতিক হিসেবেও পরিচিতি ছিল তাঁর।

চলে গেলেন অভিজ্ঞ সাংবাদিক ও লেখক কুলদীপ নায়ার

১৯২৩ সালের ১৪ আগস্ট ব্রিটিশ শাসিত ভারতের পঞ্জাব প্রদেশের শিয়ালকোটে জন্মগ্রহন করেন কুলদীপ নায়ার। জায়গাটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত। লাহোরের ফরম্যান ক্রিশ্চিয়ান কলেজ থেকে তিনি বিএ পাশ করেন। সেই সঙ্গে লাহোর ল' কলেজ থেকে এলএলবি-ও করেছিলেন।

সাংবাদিক হিসেবে কুলদীপের পথ চলা শুরু হয়েছিল উর্দু প্রেস থেকে। তারপর নয়াদিল্লিতে 'দ্য স্টেটসম্যান' পত্রিকার সম্পাদক হন। একজন আপোষহীন সাংবাদিক হিসেবেই পরিচিত ছিলেন কুলদীপ। কোনওদিন কোনও চাপের সামনে মাথা নত করেননি। এমনকী ইন্দিরা গান্ধীর আমলে জরুরি অবস্থাতেও মেরুদণ্ড সোজা রেখেছিলেন কুলদীপ।

সাংবাদিকতার কাজের পাশাপাশি লেখক ও কূটনৈতিক হিসেবেও সাফল্য পেয়েছিলেন তিনি। বিভিন্ন বিষয়ে ১৫টি গ্রন্থ রচনা করেছিলেন কুলদীপ। ১৯৯০ সালে ব্রিটেনে ভারতের হাই কমিশনার হিসেবেও নিযুক্ত ছিলেন। ১৯৯৬ সালে রাষ্ট্রসঙ্ঘে ভারতীয় প্রতিনিধি দলের সদস্যও ছিলেন। ১৯৯৭-তে হন রাজ্যসভার সাংসদ।

বেশ কয়েকদিন ধরেই বয়সজনিত রোগে ভুগছিলেন কুলদীপ। রাতেই নয়াদিল্লির লোধি রোড শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। কুলদীপ নায়ারের প্রয়াণে শোক নেমে এসেছে দেশের বিভিন্ন মহলে। শোক প্রকাশ করেছেন অভিজ্ঞ সাংবাদিক থেকে, রাজনীতিক ও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের কৃতী ব্যক্তিত্বরা। প্রধানমন্ত্রী মোদী তাঁর শোকবার্তায় কুলদীপকে এই সময়ের 'ইন্টেলেকচুয়াল জায়ান্ট' বলে বর্ণনা করেছেন।

English summary
Veteran journalist and author Kuldip Nayar passed away at the age of 95. Prime Minister Narendra Modi, in a tweet, said, 'Kuldip Nayar was an intellectual giant of our times'.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X