For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-এর আগে শক্তি বাড়ল বিজেপির! প্রাক্তন সিপিএম বিধায়ক যোগ দিলেন গেরুয়া শিবিরে

রাজ্যের প্রাক্তন সিপিএম বিধায়ক যোগ দিলেন বিজেপিতে। ঘটনাটি ত্রিপুরার। প্রাক্তন বিধায়কের নাম বিশ্বজিৎ দত্ত।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের প্রাক্তন সিপিএম বিধায়ক যোগ দিলেন বিজেপিতে। ঘটনাটি ত্রিপুরার। প্রাক্তন বিধায়কের নাম বিশ্বজিৎ দত্ত। খোয়াইয়ে এক অনুষ্ঠানে বিজেপির ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল দেওধরের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন তিনি। পুরনো দলের বিরুদ্ধে দুর্নীতি ও অপরাধে মদত দেওয়া সহ নানা অভিযোগ তুলেছেন তিনি।

২০১৯-এর আগে শক্তি বাড়ল বিজেপির! প্রাক্তন সিপিএম বিধায়ক যোগ দিলেন গেরুয়া শিবিরে

১৯৬৪ সাল থেকে সিপিএম সদস্য ছিলেন বিশ্বজিৎ দত্ত। সিপিএম রাজ্য কমিটির এই প্রাক্তন সদস্য তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। ১৮ ফেব্রুয়ারির নির্বাচনে সিপিএম তথা বামফ্রন্ট হেরে গেলেও, প্রথমে সেই নির্বাচনে তাঁকে প্রার্থী করা হয়েছিল। অসুস্থতার ভুয়ো অভিযোগে ২৮ জানুয়ারি তাঁকে ভোটের আগেই আগরতলার গোবিন্দবল্লভ পন্থ হাসপাতালে ভর্তি করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন বিশ্বজিৎ দত্ত। তাঁর জায়গায় প্রার্থী করা হয় এসএফআই নেতা নির্মল বিশ্বাসকে। তিনি ২৭০০ ভোটে জয়ী হন।

বিশ্বজিৎ দত্ত দাবি করেছেন, তিনি সেরকম অসুস্থ ছিলেন না। কিন্তু দলের তরফে আনফিট ঘোষণা করে দেওয়া হয়েছিল। ১৮ এপ্রিল দলের সব পদ থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন। আর এবার বর্ষীয়ান এই নেতা যোগ দিলেন বিজেপিতে।

কমিউনিস্ট নেতা থেকে বিজেপি নেতার রূপান্তরের প্রক্রিয়ায় তাঁর কি কোনও অসুবিধা হবে, এই প্রশ্নের উত্তরে বিশ্বজিৎ দত্ত বলেন, মানুষের জন্য তিনি কাজ করেছেন। বিজেপিতে সেটাই করতে চান।

দলের প্রাক্তন নেতার অভিযোগ সম্পর্কে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার পবিত্র কর বলেন, সবাই জানেন বিশ্বজিৎ দত্ত অসুস্থ ছিলেন। প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার সময়েই তিনি অসুস্থ ছিলেন বলে দাবি করেছেন পবিত্র কর। পরে তাঁর স্বাস্থ্য আরও খারাপ হয়।

English summary
Veteran CPM leader joins BJP in Tripura
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X