For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬ বছর মামলার পর রোহিত শেখরকে নিজের সন্তান বলে স্বীকার করলেন কংগ্রেস নেতা এনডি তিওয়ারি

Google Oneindia Bengali News

৬ বছর মামলার পর রোহিত শেখরকে নিজের সন্তান বলে স্বীকার করলেন কংগ্রেস নেতা এনডি তিওয়ারি
নয়াদিল্লি, ৩ মার্চ : ৬ বছরের পিতৃত্ব মামলার পর অবশেষে রোহিত শেখরকে নিজের ছেলে হিসাবে স্বীকার করে নিলেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা এনডি তিওয়ারি।

তিওয়ারি বলেন, রোহিত শেখরকে আমি আমার ছেলে হিসাবে স্বীকার করছি। ডিএনএ পরীক্ষাতেও এটা প্রমাণ হয়েছে যে ও আমার জৈবিক সন্তান। সূত্রের খবর অনুযায়ী রবিবার রাতে নিজের গেস্ট হাউসে রোহিতকে ডেকে পাঠান তিওয়ারি। এই ছ'বছরে প্রথমবার রোহিতের সঙ্গে মুখোমুখি বসেন তিনি।

২০০৮ সালে রোহিত এন ডি তিওয়ারির বিরুদ্ধে পিতৃত্ব মামলা করেন। রোহিতের দাবি ছিল তিওয়ারিই তাঁর জৈবিক পিতা। সেই দাবিকে বারবার অস্বীকার করে এসেছিলেন এই বরিষ্ঠ নেতা। আদালতের বাইরে রোহিত ও তার মায়ের সঙ্গে সমঝোতা করে নিতে চেয়েছিলেন তিনি। যদিও রোহিত ও তাঁর মা উজ্জ্বলা শর্মা তাতে রাজি হননি।

ফলে মামলা গড়ায় অনেক দূর। দিল্লি হাই কোর্টে এই মামলার শুনানি এখনও চলছে। তবে রোহিত জানিয়েছেন, আমরা চেয়েছিলাম উনি যে আমার বাবা তা উনি জনসমক্ষে স্বীকার করুন। উনি তা করেছেন, আমাদের চাহিদা পূর্ণ হয়েছে। এ বিষয়ে আমরা আদালতকে জানাব।

২০১২ সালের ২৭ জুলাই দিল্লি হাই কোর্ট তিওয়ারির ডিএনএ পরীক্ষার নির্দেশ দেয়। সেই পরীক্ষার ফলেও প্রমাণ মেলে যে রোহিত তারঁরই সন্তান।

English summary
Veteran Congress leader ND Tiwari accepts Rohit Shekhar as his son
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X