For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এ জেলার সব আসনে লড়াই হাড্ডাহাড্ডি, কাঁটে কা টক্কর এবার বিধানসভা নির্বাচনে

আর মাত্র একদিন। তারপরই মহারাষ্ট্র বিধানসভার ভোট অনুষ্ঠিত হবে। সমীক্ষার ফল যখন ইঙ্গিত করছে আবারও গেরুয়া পার্টির সরকার আসতে চলেছে, তখন এই জেলা কঠিন লড়াইয়ের তাল ঠুকছে।

  • |
Google Oneindia Bengali News

আর মাত্র একদিন। তারপরই মহারাষ্ট্র বিধানসভার ভোট অনুষ্ঠিত হবে। সমীক্ষার ফল যখন ইঙ্গিত করছে আবারও গেরুয়া পার্টির সরকার আসতে চলেছে, তখন এই জেলা কঠিন লড়াইয়ের তাল ঠুকছে। মহারাষ্ট্রের এই রায়গড় জেলা সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছ'টিতে লড়াই এবার শেয়ানে শেয়ানে। এমন প্রতিদ্বন্দ্বিতা অন্য কোনও জেলায় হবে না, মত বিশেষজ্ঞদের।

এবার জোর টক্কর জেলায়

এবার জোর টক্কর জেলায়

কৃষক ও ওয়ার্কার্স পার্টির দুর্গ হিসাবে বিবেচিত এই রায়গড় জেলা। কংগ্রেস ও এনসিপির সঙ্গে এবার জোট গড়ে লড়ছে তারা। এই জেলার মোট সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে। পানভেল, আলিবাগ, উরান, করজট, পেন, মহাদ এবং শ্রীবর্ধন। তার মধ্যে পানভেলে লড়াই বিজেপি বনাম পিডব্লিউপির।

শেয়ানে-শেয়ানে লড়াই

শেয়ানে-শেয়ানে লড়াই

শহর ও শিল্প উন্নয়ন কর্পোরেশনের (সিডকো) চেয়ারম্যান বিজেপি বিধায়ক প্রশান্ত ঠাকুরের সঙ্গে লড়াই কংগ্রেস-এনসিপি সমর্থিত পিডব্লিউপি প্রার্থী হরেশ কেনির। উরানে শিবসেনার বিধায়ক মনোহর ভোইর প্রাক্তন বিধায়ক পিডব্লুপি প্রার্থী বিবেকানন্দ পাটালের শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন। বিজেপির বিদ্রোহী মহেশ বালাদিও এই লড়াইয়ে রয়েছেন।

কংগ্রেস জোট বনাম বিজেপি-শিবসেনা

কংগ্রেস জোট বনাম বিজেপি-শিবসেনা

করজটে মূল লড়াইটি এনসিপি বিধায়ক সুরেশ লাদ ও শিবসেনার প্রার্থী মহেন্দ্র থোরাভের মধ্যে। পেনে পিডাব্লুপির বিধায়ক ধৈরিশিল পাতিলের সঙ্গে লড়াই বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন কংগ্রেস মন্ত্রী রবিশেঠ পাতিলের। আলিবাগে পিডব্লিউপি এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার লড়াই। সেনার মহেন্দ্র দলভী এই আসন থেকে লড়ছেন পিডব্লিউপি-র বিধায়ক সুভাষ পাতিলের বিরুদ্ধে।

ভোটে সম্মুখ সমরে

ভোটে সম্মুখ সমরে

শ্রীবর্ধন আসনে প্রাক্তন প্রতিমন্ত্রী সুনীল তাতকরের মেয়ে অদিতি তাতকরেকে মাঠে নামিয়েছে এনসিপি। তাঁর প্রথম নির্বাচনে অদিতি শিবসেনার বিনোদ ঘোসালকারের বিরুদ্ধে জয়লাভের চেষ্টা করছেন।এই কেন্দ্রেও টক্কর হবে জোরদার। সুনীল তাতকরে যিনি এনসপির রাজ্য সভাপতি ছিলেন। মহাদে শিবসেনার বিধায়ক ভারতেশেঠ গোগাওয়ালে প্রাক্তন বিধায়ক কংগ্রেস প্রার্থী মানিকরাও জগতাপের চ্যালেঞ্জের মুখে পড়েছেন। জগতাপ কংগ্রেসের রায়গড় জেলা শাখারও সভাপতি।

English summary
Very close contest in seven constituencies in Maharashtra Assembly election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X