For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যা থেকে সবরিমালা! মুখ্য বিচারপতি গগৈ-এর অবসরের আগে এই বড় মামলাগুলির রায় ঘোষণা হতে পারে

দেশে একের পর এক রাজনৈতিক ঘটনা তোলপাড় করে চলেছে গোটা ভারতকে। জাতীয় রাজনীতি ইতিমধ্যেই তোলপাড় কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তি নিয়ে।

  • |
Google Oneindia Bengali News

দেশে একের পর এক রাজনৈতিক ঘটনা তোলপাড় করে চলেছে গোটা ভারতকে। জাতীয় রাজনীতি ইতিমধ্যেই তোলপাড় কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তি নিয়ে। তবে দেশের সুপ্রিম কোর্টের ৪৬ তম মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ-এর কার্যকালের মেয়াদ শেষের আগে একাধিক বড় মামলা সামনে পড়ে রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন মামলা এখন রঞ্জন গগৈয়ের সামনে ঝুলছে।

আযোধ্যা মামলা

আযোধ্যা মামলা

সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈয়ের সামনে এই মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অযোধ্যা মামলা। এই প্রসঙ্গের বিভিন্ন মামলা ঘিরে প্রতিদিন ৫ জন বিচারপতির একটি বেঞ্চ গঠন করে তার নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই।

রাহুল গান্ধীকে নিয়ে মামলা

রাহুল গান্ধীকে নিয়ে মামলা

সপ্তদশ লোকসভা নির্বাচনের সময় তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে ' চোর 'সম্বোধন করে এক ভাষণে। সেই মামলার নিষ্পত্তি এখনও বাকি সুপ্রিমকোর্টে।

সবরিমালা থেকে রোহিঙ্গা

সবরিমালা থেকে রোহিঙ্গা

৪০ হাজার রোহিঙ্গা মুসলিমদের রিফিউজি তকমা নিয়ে মামলা থেকে শুরু করে কেরলের সবরিমালা মন্দিরে মহিলা প্রবেশ ঘিরে ছোটখাটো মামলা দায়ের করা রয়েছে সুপ্রিম কোর্টে। তবে এই সমস্ত মামলার পর সুপ্রিম কোর্টের নির্দেশ রীতিমতো গুরুত্বপূর্ণ।

চিফ জাস্টিসের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

চিফ জাস্টিসের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

বাকি সমস্ত মামলার মধ্যে দেশের সুপ্রিম কোর্টের ৪৬ তম চিফ জাস্টিস রঞ্জন গগৈয়ের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, খোদ চিফ জাস্টিসের বিরুদ্ধে ষড়যন্ত্র ঘিরে মামলা। এই বিষয়টি নিয়ে একটি কমিটিও আলাদাভাবে গঠিত হয়েছে। তবে মামলা ঘিরে কী উঠে আসে শীর্ষ আদাালতের তরফে, তা নিয়ে রয়েছে কৌতূহল।

English summary
Verdicts that are likely before CJI retires, here is the List.Ayodhya dispute to Sabarimala case, Verdicts likely before CJI retires.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X