For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যসভায় রেকর্ড ভেঙ্কাইয়া নাইডুর, বাদল অধিবেশনের প্রথম দিনেই করলেন এই ঘোষণা

রেকর্ড গড়লেন ভেঙ্কাইয়া নাইডু। তিনি রাজ্যসভার বাদল অধিবেশনের প্রথম দিনে ১০ টি ভাষায় বক্তব্য রাখেন।

Google Oneindia Bengali News

বুধবার বাদল অধিবেশনের প্রথম দিনে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু একটি রেকর্ডই গড়ে ফেললেন। এদিন তিনি মোট ১০ টি ভাষায় কথা বলেন। রাজ্যসভায় এখন থেকে ২২ টি ভারতীয় ভাষা ব্যবহার করা যাবে। সেকথা ঘোষণা করতে গিয়েই তিনি ১০ টি ভারতীয় ভাষা ব্যবহার করেন।

রাজ্যসভায় রেকর্ড ভেঙ্কাইয়া নাইডুর

এইট্থ শিডিউলে যে ২২ টি ভাষার স্বীকৃতি রয়েছে। এতদিন মধ্যে তার অহমিয়া, বাংলা, গুজরাতি, হিন্দি, কন্নড়, মালয়ালম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু এবং উর্দু - এই ১৭ টি ভাষা রাজ্যসভায় ব্যবহার করা যেত। বুধবার তার সঙ্গে বাকি থাকা দোগরি, কাশ্মীরি, কোঙ্কনি, সাঁওতালী এবং সিন্ধি -এই ৫ টি যুক্ত হল।

এই ঘোষণাই বেঙ্কাইয়া নাইডু করেন, বাংলা, গুজরাতি, কন্নড়, মালয়ালম, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল ও তেলেগু - এই ১০ টি ভাষায়। তবে নতুন যুক্ত হওয়া এই ভাষাগুলি ব্যবহারের আগে, সংশ্লিষ্ট সাংসদকে রাজ্যসভায় নোটিশ দিতে হবে। তবেই অনুবাদক হাজির থাকবেন।

এই বেঙ্কাইয়া নাইডুই কিন্তু উপরাষ্ট্রপতি হওয়ার আগে ২০১৭-র জুনে হিন্দি ভাষাকে ভারতবাসীর 'মাতৃভাষা' বলে বিতর্কে জড়িয়েছিলেন। তিনি তখন বলেছিলেন সব ভারতীয়রই হিন্দি শেখা উচিত। বুধবারের এই ঘোষণার পর বিতর্কিত বিজেপি সাংসদ সুব্রামানিয়ন স্বামী আবার রাদ্যসভায় সংস্কৃত ভাষার ব্য়বহার চালুর দাবি তুলেছেন।

English summary
Venkaiah Naidu sets a record. He spoke in 10 languages on the first day of rajya sabha monsoon session.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X