For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'যোগীর রাজ্যে গাড়ি যে কোনও সময় উল্টে যায়', বিকাশ দুবে প্রসঙ্গ টেনে হাথরাস নিয়ে বার্তা বিজয়বর্গীয়র

'যোগীর রাজ্যে গাড়ি যে কোনও সময় উল্টে যায়', বিকাশ দুবে প্রসঙ্গ টেনে হাথরাস নিয়ে বার্তা বিজয়বর্গীয়র

  • |
Google Oneindia Bengali News

গোট দেশ উত্তরপ্রদেশের হাথরাসে তরুণীর ধর্ষণের ঘটনায় ফুঁসছে। ১৯ বছরের তরুণী নৃশংস গণধর্ষণের পর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষমেশ মৃত্যুর কোলে ঢোলে পড়েছে। ঘটনা ঘিরে ইতিমধ্যেই যোগী আদিত্যনাথ কথা বলেছেন মৃতের বাবার সঙ্গে। এদিকে, এমন পরিস্থিতিতে ইঙ্গিতবহ বার্তা দিয়েছেন বিজেপির নেতা কৈলাস বিজয়বর্গীয়।

কৈলাশবার্তা যোগীরাজ্য নিয়ে

কৈলাশবার্তা যোগীরাজ্য নিয়ে

'অভিুক্তরা গ্রেফতার হয়েছে। মামলাটি ফাস্ট ট্র্যাক কোর্টে তোলা হয়েছে।' যোগীরাজ্যে হাথরাসে তরুণীর ধর্ষণ ঘিরে এই কথা বলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এরপরই তিনি বলেন, ' যোগী আদিত্যনাথ হচ্ছেন মুখ্যমন্ত্রী, .. আমি জানি ওঁর রাজ্যে যে কোনও সময় গাড়ি উল্টে যেতে পারে। '

 গাড়ি উল্টে যাওয়া প্রসঙ্গ ও বিকাশ দুবে

গাড়ি উল্টে যাওয়া প্রসঙ্গ ও বিকাশ দুবে

উল্লেখ্য, কয়েকদিন আগেই কানপুরের তাবড় ডন বিকাশ দুবের এনকাউন্টার হয়ে যায় উত্তরপ্রদেশে। মধ্যপ্রদেশ থেকে বিকাশকে সঙ্গে নিয়ে পুলিশ যখন উত্তরপ্রদেশের দিকে যায় তখন আচমকাই পুলিশের গাড়ি উল্টে গিয়েছিল বলে জানা যায়। সেই সময় ডন বিকাশ পালাতে যায়, তখনই যোগীর পুলিশ এনকাউন্টার করতে বাধ্য হয় বলে জানানো হয়েছিল।

 বিজয়বর্গীয়র বার্তা

বিজয়বর্গীয়র বার্তা

উল্লেখ্য, হাথরাসের অভিযুক্তদের গ্রেফতারি নিয়ে মন্তব্য ও তারপরই বিজয় 'গাড়ি উল্টে ' যাওয়ার প্রসঙ্গ তুলে যে বিজয়বর্গীয় বেশ ইঙ্গিতবহ বার্তা দিয়েছেন তা বলাইই বহুল্য। উল্লেখ্য, সামনেই উত্তরপ্রদেশের উপনির্বাচন রয়েছে। তারপরই ২০২২ সালের নির্বাচন। এর আগে এই উপনির্বাচন কার্যত যোগীর কাছে লিটমাস টেস্ট। এমন পরিস্থিতিতে হাথরাসের ঘটনা তাঁকে বেশ অস্বস্তিতে ফেলেছে।

যোগীর পদক্ষেপ

যোগীর পদক্ষেপ

এদিকে, হাথরাসের ঘটনার জন্য পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে য়োগী সরকার। পাশাপাশি মৃতার বাবার সঙ্গেও এদিন ভার্চুয়াল মিটে কথা বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

আর্মেনিয়া-আজারবাইজানের যুদ্ধের আবহে গভীর হচ্ছে রাশিয়া-তুরস্ক সংঘাতের সম্ভাবনাআর্মেনিয়া-আজারবাইজানের যুদ্ধের আবহে গভীর হচ্ছে রাশিয়া-তুরস্ক সংঘাতের সম্ভাবনা

English summary
Vehicles can overturn anytime in Yogi’s UP says party leader Vijayvargiya on Hathras issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X