For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাভারকার স্থান করে নিয়েছেন ভারত জোড়ো যাত্রার পোস্টারে! বিজেপির কটাক্ষে কংগ্রেস দিল সাফাই

কেরলে চলছে কংগ্রেসের ভার জড়ো যাত্রা। তবে যাত্রার ১৪ তম দিনেও একেবারে নিচুর দিকের কংগ্রেসের কর্মীদের সঙ্গে যাত্রায় অংশ নিয়েছেন জলের শীর্ষ নেতারা। তবে এই যাত্রা এর্নাকুলামে পৌঁছনোর সঙ্গে সঙ্গে বিড়ম্বনায় পড়তে হয়েছে ক

  • |
Google Oneindia Bengali News

কেরলে চলছে কংগ্রেসের ভার জোড়ো যাত্রা। তবে যাত্রার ১৪ তম দিনেও একেবারে নিচুর দিকের কংগ্রেসের কর্মীদের সঙ্গে যাত্রায় অংশ নিয়েছেন জলের শীর্ষ নেতারা। তবে এই যাত্রা এর্নাকুলামে পৌঁছনোর সঙ্গে সঙ্গে বিড়ম্বনায় পড়তে হয়েছে কংগ্রেসকে। একটি ভুল যা সবার নজর কেড়েছে।

সাভারকার স্থান করে নিয়েছেন ভারত জড়ো যাত্রার পোস্টারে! বিজেপির কটাক্ষে কংগ্রেস দিল সাফাই

এর্নাকুলামে কংগ্রেসের ভারত জড়ো যাত্রার পোস্টারে অন্য স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে বীর সাভারকারের ছবি দেখা গিয়েছে। সাভারকারকে স্বাধীনতা সংগ্রামী বলে কখনই মানেনি কংগ্রেস। তদের দাবি ব্রিটিশদের সঙ্গে যুদ্ধের পরিবর্তে তাদের কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি।

কেরলে ক্ষমতসীন বাম গণতান্ত্রিক ফ্রন্টের বিধায়ক পিভি আনোয়ার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে কংগ্রেসের ভার জড়ো যাত্রার পোস্টারে অন্য স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে সাভারকারের ছবি রয়েছে। যদিও তা চোখে পড়ার পরে শ্রমিকরা তা মহাত্মা গান্ধীর ছবি দিয়ে ঢেকে দেয় বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, বিজেপি, যারা সাভারকারকে স্বাধীনতা সংগ্রামী বলে মনে করে, তা এব্যাপারে ঝাঁপিয়ে পড়েছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বিষয়টি নিয়ে টুইট করেছেন। সেখানে তিনি রাহুল গান্ধীকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, রাহুলজি যতই চেষ্টা করুন, সত্য বেরিয়ে আসে যে সাভারকার বীর ছিলেন।

এব্যাপারে কংগ্রেসের তরফে ভুল বলে দাবি করা হয়েছে। কোনরকম চেকিং ছাড়াই পোস্টার তৈরি করা হয়েছে বলেও বলেছে তারা।

পতাকা ছিঁড়ে-কাঁচের বোতল ছুড়ে লিসেস্টারে মন্দিরে হামলা! বিশেষ বিশেষ ঘটনা একনজরেপতাকা ছিঁড়ে-কাঁচের বোতল ছুড়ে লিসেস্টারে মন্দিরে হামলা! বিশেষ বিশেষ ঘটনা একনজরে

English summary
Veer Savarkar features on Congress's Bharat Jodo Yatra poster in Kerala.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X