For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৈদিক ব্রাহ্মণদের জন্য কেন্দ্রের এই উদ্যোগ ঘিরে জল্পনা

দেশে এবার বৈদিক ব্রাহ্মণদের 'সংখ্যালঘু' তালিকার আওতায় নিয়ে আসবার কথা ভাবছে কেন্দ্রের বিজেপি সরকার

  • |
Google Oneindia Bengali News

দেশে এবার বৈদিক ব্রাহ্মণদের 'সংখ্যালঘু' তালিকার আওতায় নিয়ে আসবার কথা ভাবছে কেন্দ্রের বিজেপি সরকার। তবে এই ধরনের কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে জাতীয় সংখ্যালঘু কমিশন।

বৈদিক ব্রাহ্মণদের জন্য কেন্দ্রের এই উদ্যোগ ঘিরে জল্পনা

এর আগে , সরকারের তরফে এবিষয়ে পর্যালোচনা করার কথা বলা হয়। পরে কমিশনকে এবিষয়ে সুপারিস দেওয়ার জন্যেও বলা হয়। এমনই খবর উঠে আসে মারাঠি দৈনিক লোকসত্তার একটি সংবাদে।

কমিশন নিজের রিপোর্ট কেন্দ্রকে সাপ জানিয়েছে য, বৈদিক ব্রাহ্মণেরা যেহেতু হিন্দুধর্মেরই এক অখণ্ড অংশ, তাই তাঁদের কিছুতেই আলাদাভাবে সংখ্যালঘু তকমা দেওয়া যাবে না। জানা গিয়েছে ,কেন্দ্রীয় সরকার চাইছে বৈদিক ব্রাহ্মণদের এই তকমা দেওয়া হোক। কিন্তু ,কমিশনের দাবি, যদি ব্রাহ্মণ মহাসভা বা অখিল ভারতীয় ব্রহ্মণ মহাসভার দাবি মেনে নিয়ে বৈদিক ব্রাহ্মণদের এই তকমা দেওয়া হয়, তাহলে পরবর্তীকালে রাজপুতদেরও এই তকমা দেওয়ার কথা উঠবে পরবর্তীকালে। সেভাবে অন্যান্য হিন্দুরাও একই দাবী তুলবেন।

তবে, এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ভার কেন্দ্রের ওপরেই তুলে দেওয়া হয়েছে কমিশনের তরফে। এমনই তথ্য প্রকাশিত হয়েছে দেশের প্রথম সারির সংবাদপত্রে।
উল্লেখ্য, ১৯৯২ সালে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠিত হয়। বর্তমানে দেশে খ্রীষ্টান, শিখ, মুসলিম, বৌদ্ধ,জৈন, পার্সি ধর্মাবলম্বীরা এই তালিকার আওতায় রয়েছে।

English summary
While the government is reportedly evaluating if Vedic Brahmins could be given religious minority status, the National Commission for Minorities (NCM) has expressed that it is not in favour of such a move.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X