For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনী যুদ্ধ জয়ে মুকুল লাইন! ঘোষণা রাজস্থানের মুখ্যমন্ত্রীর

রাজ্যের প্রায় এককোটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে স্মার্টফোন। এরজন্য প্রত্যের পরিবারকে হাজার টাকা করে ভর্তুকি দেওয়া হবে।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের প্রায় এককোটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে স্মার্টফোন। এরজন্য প্রত্যেক পরিবারকে হাজার টাকা করে ভর্তুকি দেওয়া হবে। সাহায্যপ্রাপ্ত রাজ্যবাসী রাজ্যের কল্যাণমূলক প্রকল্প এবং তাদের যোগ্যতা অনুযায়ী সেই প্রকল্পের উপকার পাবেন কিনা তাও জানতে পারবেন। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের আগে মুকুল রায় জলপাইগুড়িতে গিয়ে ভোটে জিতলে যুবকদের স্মার্ট ফোন দেওয়ার কথা জানিয়েছিলেন।

নির্বাচনী যুদ্ধ জয়ে মুকুল লাইন! ঘোষণা রাজস্থানের মুখ্যমন্ত্রীর

রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে জানিয়েছেন, স্মার্টফোনের জন্য প্রথম ইনস্টলমেন্টের ৫০০ টাকা রাজ্য প্রথমে দিয়ে দেবে। যাতে কার্ড হোল্ডাররা স্মার্টফোন কিনতে পারেন। টাকার দেওয়া-নেওয়ার বিষয়টি রাজ্য সরকার অনলাইনেই নজরদারি চালাবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের গরিব মানুষরা যাতে, সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলি সম্পর্কে অবগত হতে পারেন, সেইজন্যই এই ব্যবস্থা। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে, ভামাশা ডিজিটাল পরিবার যোাজনা। এককোটি মানুষ এতে উপকৃত হবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্য কংগ্রেসের তরফে নির্বাচনের বছরে এই ধরনের ঘোষণা নিয়ে সমালোচনা করা হয়েছে।

পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে পাঁচ মে জলপাইগুড়ির ঘুঘুডাঙায়, মুকুল রায় বলেছিলেন, জলপাইগুড়ির জেলা পরিষদে জিতলে যুবক-যুবতীদের স্মার্টফোন দেওয়া হবে। তাঁর এই প্রতিশ্রুতিতে বিতর্ক শুরু হয়েছিল। আপত্তি করেছিল তৃণমূল ও সিপিএম। নিজের বক্তব্যের সমর্থনে যুক্তিও খাড়া করেছিলেন মুকুল রায়। তিনি বলেছিলেন, মেলা, খেলার জন্য টাকা নষ্ট করবে না বিজেপি। তার বদলে স্মার্টফোন দেওয়া হবে। প্রধানমন্ত্রীর ক্যাসলেস ভারত গড়তে কার্যকরী হবে স্মার্টফোন বলেছিলেন মুকুল রায়।

English summary
Vasundhara Raje govt to give free smartphones to one crore families of Rajasthan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X