'বিরোধী' দাদা রাহুলের কাজের প্রশংসা করে বিপাকে বিজেপির বরুণ

বরুণ বলেন, আমাদের প্রয়োজন ক্ষুদ্রশিল্পের। আমেঠীতে ঠিক যেমনটা রাহুল গান্ধী গড়ে তুলেছে। যদিও আমি এই উদাহরণ দিতে পারি না, যেহেতু আমি ওদের তৃণমূল পর্যায়ের কাজ দেখিনি।
বরুণের এহেন মন্তব্যে খুশী কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, আমার এটা ভেবেই ভাল লাগছে আমারা যে কাজ আমেঠীতে করেছি সেউ কাজের প্রশংসা করছেন অন্যরা। বরুণ ঠিক কথাই বলেছে, কিছু বিশেষ পরিকল্পনা মাথায় রেখেই এই কাজ শুরু করেছিলাম আমরা।
কোনও রাজনৈতিক নেতা বা দলের প্রশংসায় একথা বলিনি, দলের চাপে সাফাই বরুণের
সূত্রের খবর অনুযায়ী যদিও এর পরেই দলের অভ্যন্তরেই সমালোচনার মুখে পড়তে হয় বরুণ গান্ধীকে। নিজের বক্তব্যের সপক্ষে যোগ্য যুক্তি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় বরুণের উপর। এরপরেই নিজের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি সরে এসে বরুণ বলেন, তিনি কোনওভাবেই কোনও রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দলের প্রশংসায় কোনও কথা বলেননি।
এর পরেই মাইক্রোব্লগিং সাইট টুইটারে নিজের বক্তব্যের সম্পর্কে যুক্তি দিয়ে বরুণ বলেন, গতকাল রাতে শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের সঙ্গে আমার একটি সমাবেশ ছিল। সেখানে আমায় প্রশ্ন করা হয়েছিল আমেঠীতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেবিষয়ে আমি ওয়াকিবহাল কি না। যদিও আমি সচক্ষে আমেঠীর অবস্থা দেখিনি তবু স্বনির্ভর গোষ্ঠীর তরফে জানতে পেরেছি উন্নয়নের কাজ ভালই হয়েছে এলাকায়। আর সেই উদাহরণ এনে আমি মানুষের ক্ষমতায়ণের জন্য স্বনির্ভরতার প্রয়োজনীয়তায় জোর দিয়েছিলাম। এই মন্তব্য কখনওই কোনও রাজনৈতিক দল বা নেতাকে তুলে ধরার জন্য নয়।
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>1/4 My comment, last night, in a meeting with teachers and NGOs, in response to being asked whether I knew about initiatives in Amethi, was</p>— Varun Gandhi (@varungandhi80) <a href="https://twitter.com/varungandhi80/statuses/451274937211158528">April 2, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script> <blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>2/4 that although I had not seen the work done via self help groups in Amethi, I had heard it was fairly decent, and that I would stress</p>— Varun Gandhi (@varungandhi80) <a href="https://twitter.com/varungandhi80/statuses/451275154631294976">April 2, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script> <blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>3/4 on empowering people towards being self-reliant.</p>— Varun Gandhi (@varungandhi80) <a href="https://twitter.com/varungandhi80/statuses/451275255311368192">April 2, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script> <blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>4/4 It should NOT be seen as an endorsement of any political party or candidate.</p>— Varun Gandhi (@varungandhi80) <a href="https://twitter.com/varungandhi80/statuses/451275356629004288">April 2, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>