For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিঙ্গাদের নিয়ে বরুণ গান্ধীর বিতর্কিত মন্তব্য, অস্বস্তিতে কেন্দ্র

রোহিঙ্গাদের নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানের একেবারে উল্টো কথা বলে বিজেপিরই অস্বস্তি বাড়ালেন বরুণ গান্ধী

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

ফের নিজের দলের মধ্যেই বিতর্কে জড়ালেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। রোহিঙ্গাদের নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানের একেবারে উল্টো কথা বলে বিজেপিরই অস্বস্তি বাড়ালেন তিনি। একটি সর্বভারতীয় দৈনিকের সম্পাদকীয় কলমে তিনি লিখেছেন , রোহিঙ্গাদের ফেরত না পাঠিয়ে তাদের সঙ্গে মানবিক আচরণ করা উচিত। তাঁর এই মন্তব্য দেশের স্বার্থের বিরুদ্ধে বলেই পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রী স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হংসরাজ আহির।

রোহিঙ্গাদের নিয়ে বরুণ গান্ধীর বিতর্কিত মন্তব্য, অস্বস্তিতে কেন্দ্র

রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান একেবারেই স্পষ্ট। সুপ্রিমকোর্টেও কেন্দ্র জানিয়ে দিয়েছে, রোহিঙ্গারা দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক। তাদের দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু সুলতানপুরের বিজেপি সাংসদ বরুণ গান্ধী তা মানতে রাজি নন। দেশের শরণার্থী নীতি কী হওয়া উচিত তা নিয়েই তিনি আলোচনা করেছেন বলে মত বরুণ গান্ধীর। তবে বরুণের এই মন্তব্য খুশি নয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হংসরাজ আহির জানিয়েছেন, বরুণ গান্ধীর বক্তব্য দেশের স্বার্থের বিরুদ্ধে।

রোহিঙ্গাদের নিয়ে বরুণ গান্ধীর বিতর্কিত মন্তব্য, অস্বস্তিতে কেন্দ্র

এদিকে দলের মধ্যেই বিরোধিতা শুরু হওয়ায় সাফাইও দিয়েছেন বরুণ গান্ধী। টুইট করে তিনি জানান, রোহিঙ্গা ইস্যুকে সহানুভূতির সঙ্গে দেখা উচিত, তবে রাষ্ট্রীয় নিরাপত্তার আগে খতিয়ে দেখার পরই প্রত্যেকটি আবেদন খতিয়ে দেখতে হবে ।

উল্লেখ্য, দিন কয়েক আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, রোহিঙ্গারা শরণার্থী নয়, তারা এদেশে শরণ নেয়নি, তারা অবৈধভাবে অনুপ্রবেশ করে এদেশে থাকছে। ইতিমধ্যেই এদেশে থাকা ৪০ হাজার রোহিঙ্গাকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। এবিষয়ে একটি টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে।

English summary
Varun Gandhi goes against party line on Rohingya issue, union miniser slams him over his remarks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X