For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইন্দিরা-নেহরুরর সঙ্গে মোদীর তুলনা বরুণের! 'দেশকে সম্মান' দেওয়া প্রসঙ্গে উঠল গান্ধী পরিবার প্রসঙ্গ

উত্তরপ্রদেশের বিভিন্ন কেন্দ্র থেকে গান্ধী পরিবারের একাধিক সদস্যদে লড়াতে দেখেছে গোবলয়ের মানুষ। কেউ কংগ্রেসের তরফে তো কেউ বিজেপির তরফে।

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের বিভিন্ন কেন্দ্র থেকে গান্ধী পরিবারের একাধিক সদস্যদে লড়াতে দেখেছে গোবলয়ের মানুষ। কেউ কংগ্রেসের তরফে তো কেউ বিজেপির তরফে। এবার সেরাজ্যের পিলভিটে নিজের কেন্দ্রে ভোট প্রচারে রীতিমত উত্তাপ বাড়িয়ে দিলেন বরুণ গান্ধী।

বরুণ গান্ধীর দাবি

বরুণ গান্ধীর দাবি

গান্ধী পরিবার তথা জওহরলাল নেহরুকে নিয়ে বহুদিন ধরেই একাধিক বক্তব্য পেশ করেছে বিজেপি শিবির। পরিবারতন্ত্র ইস্যুতে বহুবার বিজেপির নিশানায় এসেছে কংগ্রেস ও রাহুল গান্ধী। এবার রাহুলের খুড়তুতো ভাই বরুণ মুখ খুললেন গান্ধী পরিবার থেকে আসা প্রধানমন্ত্রীদের নিয়ে।

দেশকে সম্মান দিয়েছেন মোদী

এদিন বরুণ গান্ধী দাবি করেন, 'আমার পরিবার থেকে কয়েকজন প্রধানমন্ত্রী ছিলেন , কিন্তু দেশকে যে সম্মান মোদীজি দিয়েছেন , তা অনেক বছর ধরে দেশকে কেউ দেয়নি। ওই ব্যক্তি কেবলমাত্র দেশের জন্য বাঁচেন আর দেশের জন্যই মরবেন। ওনার কেবলমাত্র দেশের চিন্তাই রয়েছে।'

[আরও পড়ুন:'আমার পরিবারেও অনেকে প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু মোদীজির মতো কেউ নয়',বাক্য-বাণ বরুণের ][আরও পড়ুন:'আমার পরিবারেও অনেকে প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু মোদীজির মতো কেউ নয়',বাক্য-বাণ বরুণের ]

মোদীর স্তূতিতে বরুণ

মোদীর স্তূতিতে বরুণ

এদিন , অটল বিহারী বাজপেয়ীর প্রসঙ্গ তুলে বরুণ বলেন ,'বাজপেয়ীজি ছিলেন সাধারণ পরিবারের , উনি দারিদ্র দেখেননি। কিন্তু মোদীজি পিছিয়ে থাকা পরিবারের সন্তান। ..' পাশাপাশি বরুণের দাবি, মোদীর দুর্নীতির দিকে কোনও ঝোঁক নেই বলে দাবি করেছেন বরুণ। প্রসঙ্গত, এপ্রিল ২৩ -এ ভোটগ্রহণ বরুণ গান্ধীর কেন্দ্র পিলভিটে।

[আরও পড়ুন: সারদা মামলায় রাজীব কুমারের জবাব তলব! প্রয়োজনে নিষেধাজ্ঞা প্রত্যাহার, জানাল সর্বোচ্চ আদালত][আরও পড়ুন: সারদা মামলায় রাজীব কুমারের জবাব তলব! প্রয়োজনে নিষেধাজ্ঞা প্রত্যাহার, জানাল সর্বোচ্চ আদালত]

[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত খবর পেতে ক্লিক করুন]

English summary
Varun Gandhi Disses "PMs In My Family", Says PM Modi Like None Other.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X