For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টাকা না থাকলেও বাধ্য করা হচ্ছে পতাকা কিনতে! বিস্ফোরক বিজেপি সাংসদ

ফের একবার মোদী সরকারকে তোপ বিজেপি সাংসদ বরুণ গান্ধীর। তাঁর দাবি, যাদের রেশন কার্ড রয়েছে তাদের জাতীয় পতাকা কিনতে বাধ্য করা হচ্ছে। পতাকা না কিনলে মিলছে না রেশন। এওনই বিস্ফোরক দাবি করেছেন বিজেপি সাংসদ।

  • |
Google Oneindia Bengali News

ফের একবার মোদী সরকারকে তোপ বিজেপি সাংসদ বরুণ গান্ধীর। তাঁর দাবি, যাদের রেশন কার্ড রয়েছে তাদের জাতীয় পতাকা কিনতে বাধ্য করা হচ্ছে। পতাকা না কিনলে মিলছে না রেশন। এওনই বিস্ফোরক দাবি করেছেন বিজেপি সাংসদ।

বিস্ফোরক বিজেপি সাংসদ

তাঁর দাবি, এভাবে জাতীয় পতাকা বিক্রি করে টাকা তোলার ঘটনাখুবই লজ্জাজনক। বরুণ গান্ধীর কথায় জাতীয় পতাকার স্থান প্রত্যেকের হৃদয়ে। স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপনের প্রাককালে বিজেপি সাংসদ এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছে। যা নিয়ে চরম অস্বস্তিতে মোদী সরকার।

এই ঘটনা নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন বরুণ গান্ধী। যেখানে দেখা যাচ্ছে, কিছু লোকজন বলছেন তাদের ২০ টাকা করে জাতীয় পতাকা কিনতে বাধ্য করা হচ্ছে। এমনকি এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, আমার কাছে টাকা নেই। তবুও পতাকা তুলতে হচ্ছে। কারণ রেশন ডিলার স্পষ্ট জানিয়ে দিয়েছেন পতাকা না কিনলে রেশন মিলবে না। ওই ভিডিওতে এক রেশন ডিলারকে প্রশ্ন করা হচ্ছে, কেন এভাবে পতাকা কিনতে বাধ্য করছেন তিনি।

উত্তরে ওই রেশন ডিলার বলছেন, উপর মহলের নির্দেশ আছে। পতাকা না কিনলে রেশন দেওয়া যাতে না হয় সেই নির্দেশ দেওয়া রয়েছে বলে জানানো হয়েছে। একাধিক মহিলাও এমন চাঞ্চল্যকর দাবি করেছেন। উল্লেখ্য, স্বাধীনতা দিবসের প্রাককালে আর ঘর তিরঙ্গা নামে এক বিশেষ ক্যাম্পেন শুরু করেছে কেন্দ্রীয় সরকার।

সেখানে বলা হয়েছে প্রত্যেককে বাড়িতে জাতীয় পতাকা তুলতে হবে। আর এর মধ্যেই বরুণ গান্ধীর এই টুইট চরম বিতর্ক তৈরি করেছে। গত কয়েক বছর ধরেই বরুণ গান্ধীকে বিজেপি বিশেষ করে মোদী সরকারের সমালোচনা করতে দেখা যাচ্ছে। এমনকি বিজেপির থেকেও অনেক টাই দূরত্ব বাড়িয়েছেন তিনি।

এমনকি মেনকা গান্ধীও বিজেপির থেকে দূরত্ব রাখছেন। তবে বিজেপি সাংসদের এই ভিডিও টুইট নিঃসন্দেহে সরকারকে অস্বস্তিতে এলবে বলেই মনে করছে রাজনৈতিকমহল।

Ration Card-এর যে কোনও সমস্যা মুহূর্তে সমাধান! কীভাবে? জানুন latest updateRation Card-এর যে কোনও সমস্যা মুহূর্তে সমাধান! কীভাবে? জানুন latest update

English summary
Varun Gandhi claims, ration is not being given to people who are not buying national flag
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X