For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বর্ণিকাকাণ্ডই প্রথম নয়, বারালাদের বিরুদ্ধে এর আগেও রয়েছে এই মহিলাঘটিত মামলাও

কটি অপহরণ ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হয়েছে সুভাষ বারালার পরিবারের এক আত্মীয় । সেই ঘটনায় বারালা পরিবারের তরফে প্রভাব খাটানো হয়েছে বলে অভিযোগ।

  • |
Google Oneindia Bengali News

চণ্ডীগড়ে আইএএস অফিসারের মেয়ে বর্ণিকার গাড়ি ঘিরে হেনস্থার ঘটনায় অভিযোগের নিশনায় রয়েছে হরিয়াণার বিজেপি প্রধান সুভাষ বারালার ছেলে বিকাশ বারালা। তবে বারালাদের পরিবারে এই ধরনের ঘটনা প্রথম নয়। এর আগেও একটি অপহরণ ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হয়েছে সুভাষ বারালার পরিবারের এক আত্মীয় । সেই ঘটনায় বারালা পরিবারের তরফে প্রভাব খাটানো হয়েছে বলে অভিযোগ। পাঞ্জাব ও হরিয়াণা হাইকোর্টের তরফে এই মামলা নিয়ে স্ট্যাটাস রিপোর্ট দিতে বলা হয়েছে।

বর্ণিকাকাণ্ডই প্রথম নয়, বারালাদের বিরুদ্ধে এর আগেও রয়েছে এই মহিলাঘটিত মামলাও

বারালা পরিবারের অন্যতম সদস্য তথা সুভাষ বারালার ভাইপো কুলদীপের এক আত্মীয় বিরুদ্ধে ফতেহবাদের এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, সেই নাবালিকাকে ধর্ষণ মামলায় তার বক্তব্য বদলানোর জন্য়ও চাপ দিতে থাকে কুলদীপ । এমাসের শেষের মধ্যে ঘটনার সংক্রান্ত রিপোর্ট পেশ করতে বলেছে আদালত।

বর্ণিকাকাণ্ডই প্রথম নয়, বারালাদের বিরুদ্ধে এর আগেও রয়েছে এই মহিলাঘটিত মামলাও

সেই ধর্ষণের ঘটনায় পুলিশের বিরুদ্ধের নিষ্ক্রিয়তার অভিযোগ আনে খোদ অভিযোগকারী। প্রভাবশালী হওয়ার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে দাবি তোলে ওই অভিযোগকারী। উল্লেখ্য, মে মাসে ঘটে যাওয়া সেই ঘটনায় এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ।

প্রসঙ্গত,আইএসএস কন্যা বর্ণিকা কুণ্ডুকে হেনস্থার ঘটনায় নাম জড়ায় বারালাদের।
গত শুক্রবার। রাত সওয়া বারোটা নাগাদ বর্ণিকা কুণ্ডু চণ্ডীগড়ের সেক্টর এইট মার্কেট থেকে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। কিছুক্ষণ পরেই তিনি লক্ষ্য করেন, একটি সাদা এসইউভি ক্রমাগত তাঁর পিছু নিয়েছে। প্রায় ৫-৬ কিমি এভাবেই ধাওয়ার করার পর বর্ণিকার গাড়ি ওভারটেক করে পথ আটকে দাঁড়ায় সাদা এসইউভিটি। গাড়ি থেকে নেমে আসেন হরিয়ানা রাজ্য বিজেপি সভাপতির ছেলে বিকাশ ও তাঁর এক বন্ধু। কিন্তু তার আগেই ১০০ ডায়াল করে পুলিশকে খবর দিয়ে দিয়েছেন বর্ণিকা। বিকাশ তাঁর গাড়ির দরজা খোলার সময়েই তাকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ।

English summary
On Tuesday, the Punjab and Haryana high court asked Haryana police to file a status report into an investigation of allegations that Subhash's nephew, Kuldeep Barala, and others had pressured a minor girl from Fatehabad into changing her statement after she was allegedly kidnapped and raped by one of Kuldeep's relatives in May.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X