বিজেপি শাসিত যোগী রাজ্যে 'অরেঞ্জ ক্যাফে'! কী বিশেষত্ব এই খাবারের স্টোরের
ঠিকানা উত্তরপ্রদেশের দুর্গাকুণ্ড এলাকা। বারাণসীর অতিপরিচিত এই এলাকার ' অরেঞ্জ ক্যাফে' আপাতত শিরোনাম কাড়ছে খবরের। কারণ , এই 'অরেঞ্জ ক্যাফে' নিয়েই আপাতত মাতোয়ারা গোটা উত্তরপ্রদেশ এলাকা।

যোগী রাজ্য উত্তরপ্রদেশের 'অরেঞ্জ ক্যাফে' একটি বিশেষ কারণে কেড়েছে খবরের শিরোনাম। কারণ এই 'অরেঞ্জ ক্যাফে' পরিচালনা করা হচ্ছে অ্যাসিড আক্রান্তদের দ্বারা। এমনই জানিয়েছেন 'রেড ব্রিগেড' নামক এক সমাজসেবী সংস্থার কর্ণধার অজয় প্যাটেল। তিনি ও তাঁর সংস্থাই এমন ভাবনার প্রবর্তক। তাঁর উৎসাহেই উত্তরপ্রদেশের একাধিক জায়গায় এমন ক্যাফেতে কাজের সুযোগ পেতে চলেছেন অ্যাসিড আক্রান্ত মহিলারা। এমনকি তার পরিচালনাতেও থাকছেন অ্যাসিড আক্রান্তরা।

শুধুমাত্র বারাণসীর 'অরেঞ্জ ক্যাফে' নয়। তারসঙ্গে রয়েছে , আগ্রার শেরোজ হ্যাং আউট। এই শেরোজ হ্যাং আউটেও অ্যাসিড আক্রান্তদের দেখা যাবে কাজ করতে। আর এই কারণেই অন্য সমস্ত রকমের ক্য়াফের থেকে এই ক্যাফে আলাদা। প্রথমে এমন 'অরেঞ্জ ক্যাফে' বাড়ি ভাড়া নিয়ে শুরু করা হবে। সমাজসেবী সংস্থার তরফে জানানো হয়েছে, অ্যাসিড আক্রান্তরা যাতে এরকম ক্যাফের মালিকানা পান , তার চেষ্টাতেই এমন উদ্যোগ।