For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বন্দে ভারত মিশন : ৩০ হাজার ভারতীয়কে দেশে ফেরাতে ৩১টি দেশে উড়ে যাবে এয়ার ইন্ডিয়া

Google Oneindia Bengali News

বন্দে ভারত মিশন প্রকল্পের অধীনে বিভিন্ন দেশ থেকে ৩০ হাজার ভারতীয়কে নিয়ে আগামী কয়েকদিনে দেশে ফিরবে এয়ার ইন্ডিয়ার মোট ১৪৯টি বিমান৷ জানা গিয়েছে যে আগামী ১৬ থেকে ২২ মে এভাবেই বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে এয়ার ইন্ডিয়ার ১৪৯টি বিমান উড়ে যাবে মোট ৩১টি দেশে। এর আগে ৭ মে থেকে ১৪ মে পর্যন্ত ইতিমধ্যে দেশে ফিরিয়ে আনা হয়েছে ১৪ হাজার ৮০০ জনকে।

কোথায় কোথায় উড়ে যাবে বিমান?

কোথায় কোথায় উড়ে যাবে বিমান?

জানা গিয়েছে, যুক্তরাজ্যে ৯টি, যুক্তরাষ্ট্রে ১৩টি, কানাডাতে ১০টি, সংযুক্ত আমিরশাহিতে ১১টি, সৌদি আরবে ৯টি, রাশিয়াতে ৬টি, অস্ট্রেলিয়াতে ৭টি বিমান উড়ে যাবে সেদেশে আটকে থাকা ভআরতীয়দের দেশে ফেরানোর লক্ষ্যে। এছাড়া বাংলাদেশ ও নেপালেও একটি করে বিমান উড়ে যাবে বলে জানা যাচ্ছে।

বিশেষ বিমান পরিষেবা চালু

বিশেষ বিমান পরিষেবা চালু

বুধবার থেকেই বিশেষ বিমান পরিষেবা চালু করেছে ইন্ডিয়ান এয়ারলাইন্স। ভিনদেশে আটকে থাকা ভারতীয়দের ফেরানো ছাড়াও কিছু ডোমেস্টিক বিমানও চালানো হবে বলে জানিয়েছে তারা। তবে দফায় কলকাতায় কোনও উড়ান অবতরণ করবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে সংস্থার তরফে।

বিমানের যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখতে হবে

বিমানের যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখতে হবে

কেন্দ্রের বক্তব্য, বিমানের যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখতে হবে। কিন্তু কলকাতায় সেই সুযোগ ভাল নেই বলেই কলকাতাকে তালিকা থেকে বাদ রাখা হয়েছে। কলকাতা তথা বাংলার বহু বাসিন্দাই আটকে রয়েছেন বিভিন্ন দেশে ও রাজ্যে। কিন্তু তারা চাইলেও এখনই কলকাতায় আসতে পারবেন না।

বিমান পরিষেবা পুনর্বহাল করা নিয়ে মন্ত্রীর বক্তব্য

বিমান পরিষেবা পুনর্বহাল করা নিয়ে মন্ত্রীর বক্তব্য

বিমান পরিষেবা পুনর্বহাল করা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, 'আমরা খুব দ্রুত বিমান পরিষএবা চালু করার লক্ষ্যে এগিয়ে চলেছি। আমরা বর্তমানে ভিনদেশে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর কাজ করছি তাই এখনই আমি বিমান পরিষেবা স্বাভাবিক হওয়ার তারিখটা বলতে পারছি না। এছাড়া এরজন্য রাজ্য সরকারগুলির সাহায্য প্রয়োজন আমাদের। সব পরিকল্পনা মাফিক হলে খুব শীঘ্রই ফের বিমান পরিষেবা চালু হবে।'

<strong>সব্জির বাজার, মুদি দোকান থেকে ছড়াচ্ছে করোনা! বন্ধ করার কথা ভাবছে সরকার?</strong>সব্জির বাজার, মুদি দোকান থেকে ছড়াচ্ছে করোনা! বন্ধ করার কথা ভাবছে সরকার?

English summary
Vande Bharat Mission to bring back 30000 Indians to India amid coronavirus lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X