For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভালভযুক্ত এন-৯৫ মাস্ক ব্যবহার ক্ষতিকারক! করোনা আবহে কোন সতর্কতা জারি কেন্দ্রের

Google Oneindia Bengali News

ভালভ-যুক্ত এন-৯৫ মাস্ক নিয়ে এবার সতর্ক করল কেন্দ্রীয় সরকার। সতর্কতা জারি করে এই বিষয়ে কেন্দ্রের তরফে বলা হয়েছে, এই ধরনের মাস্ক করোনা সংক্রমণ রুখতে পারে না। উলটে এই ধরনের মাস্কের ব্যবহার ক্ষতিকারক বলেও জানানো হয়েছে।

মাস্ক নিয়ে সতর্কবার্তা

মাস্ক নিয়ে সতর্কবার্তা

সতর্কবার্তা দিয়ে হেল্থ অ্যান্ড মেডিকেল এডুকেশন অফ স্টেটসকে চিঠি পাঠান স্বাস্থ্যমন্ত্রকের ডিরেক্টর জেনেরাল। এন-৯৫ মাস্ক-এর সঠিক ব্যবহার হয় না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিশেষত ভালভযুক্ত মাস্কগুলির সঠিক ব্যবহার হয় না।

বাড়িতে তৈরি কাপড়ের মাস্ক ব্যবহারের পরামর্শ

বাড়িতে তৈরি কাপড়ের মাস্ক ব্যবহারের পরামর্শ

বাড়িতে তৈরি কাপড়ের মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। এন-৯৫ মাস্কের চেয়ে এই ধরনের মাস্কগুলিই উপযুক্ত বলে জানানো হয়েছে। তবে মাস্কগুলি নাক ও মুখ যাতে ঢেকে রাখে তা দেখতে হবে। স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইটে এই বিষয়ে নির্দেশিকা রয়েছে।

ভালভযুক্ত এন-৯৫ মাস্ক ব্যবহার ক্ষতিকারক

ভালভযুক্ত এন-৯৫ মাস্ক ব্যবহার ক্ষতিকারক

ডিজিএচএস রাজীব গর্গ চিঠিতে উল্লেখ করেন, 'আপনাদের জানাতে চাই ভালভযুক্ত এন-৯৫ মাস্ক ব্যবহার ক্ষতিকারক। করোনা ভাইরাস সংক্রমণ রুখতে এই মাস্কের ব্যবহার করা হয়। কিন্তু সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে পারে না এই মাস্ক। একজন আক্রান্ত রোগীর থেকে ভাইরাস এর পরও ছড়িয়ে পড়তে পারে। এন-৯৫ মাস্কের ব্যবহার বন্ধ করুন। সবাইকে নির্দেশ দিন যেন এই ধরনের মাস্কের ব্যবহার না করে। আপনাদের এই অনুরোধ করব।'

সুতির মাস্ক কার্যকরী

সুতির মাস্ক কার্যকরী

এর আগেও এপ্রিলে বাড়িতে তৈরি মাস্কের ব্যবহার নিয়ে নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। প্রতিদিন সেই মাস্ক পরিষ্কার করার পরামর্শও দেওয়া হয়। সুতির মাস্ক কার্যকরী বলেও তাদের তরফে জানানো হয়েছিল।

English summary
Valve N 95 masks harmful in process of preventing Coronavirus spread, center issues directives
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X