For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের ১৪৯টি দেশের জিডিপির থেকেও বেশি মোদীর আর্থিক প্যাকেজের পরিমাণ!

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের প্রকোপের জেরে দেশের অর্থনীতি গিয়ে ঠেকেছে তলানিতে। সেই অর্থনীতিকে চাঙ্গা করতেই মঙ্গলবার করোনার মোকাবিলায় নতুন আর্থিক প্যাকেজের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত ভাবে না বললেও তিনি জানিয়েছেন, মোট ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ দেশের সাধারণ মানুষের জন্য বরাদ্দ করা হবে।

মোদীর প্যাকেজের বিস্তারিত বিবরণ দেবেন নির্মলা সীতারমন

মোদীর প্যাকেজের বিস্তারিত বিবরণ দেবেন নির্মলা সীতারমন

সেই প্যাকেজেরই বিস্তারিত খতিয়ান নিয়ে এবার সাংবাদিকদের মুখোমুখি হবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মঙ্গলবার প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন যে এই আর্থিক প্যাকেজের বিষদ বিবরণ দেবেন অর্থমন্ত্রী। সেই মতোই এদিন সকালে অর্থমন্ত্রকের তরফে জানিয়ে দেওযা হল যে বিকেল ৪টের সময় সাংবাদিক সম্মেলন করবেন অর্থমন্ত্রী।

ইমরানের দেশের জিডিপিকে টেক্কা মোদীর প্যাকেজের

ইমরানের দেশের জিডিপিকে টেক্কা মোদীর প্যাকেজের

প্রধানমন্ত্রী মঙ্গলবার ২০ লক্ষ কোটি টাকার বা ২৬৬ বিলিয়ন ডলারের আর্থিক প্যাকেজ ঘোষণা করেন। সেই বরাদ্দের মূল্য প্রায় পাকিস্তানের মোট জিডিপির সমান। বিশ্ব ব্যাঙ্কের হিসাব অনুযায়ী পাকিস্তানের মোট জিডিপি ২৮৪ বিলিয়ন ডলার। প্যাকেজ ঘোষণা করে মোদী জানান, এই প্যাকেজ দেশের জিডিপির ১০ শতাংশ।

ভারতের আর্থিক প্যাকেজ ১৪৯টি দেশের জিডিপি থেকেও বেশি

ভারতের আর্থিক প্যাকেজ ১৪৯টি দেশের জিডিপি থেকেও বেশি

ভারতের আর্থিক প্যাকেজ ভিয়েতনাম, পর্তুগাল, গ্রিস, রোমানিয়া, নিউজিল্যান্ডের মতো ১৪৯টি দেশের জিডিপি থেকেও বেশি। উল্লেখ্য, গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত গড়তে এই প্যাকেজ ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নিজের ভাষণে আর্থিক প্যাকেজে ভূমি, শ্রম, নগদ ও লোকসানের ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার কথা বলেছিলেন।

মোদীর ঘোষণায় উর্ধ্বমুখী শেয়ার বাজার

মোদীর ঘোষণায় উর্ধ্বমুখী শেয়ার বাজার

এদিকে প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরই বুধবার শেয়ার বাজার খুলতেই ৪ শতাংশ বৃদ্ধি পায় সেনসেক্সে। লেনদেনের প্রথম কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়ে সেনসেক্স উঠে যায় ১৪৭৪.৩৬ পয়েন্ট। এর ফলে সেনসেক্স ছুঁয়ে ফেলে ৩২,৮৪৫.৪৮। নিফটিও প্রায় ৪০০ পয়েন্ট ওঠে। এর ফলে নিফটি গিয়ে দাঁড়ায় ৯,৫৮৪.৫০ পয়েন্টে।

<strong>৭৪ শতাংশ মানুষ আধপেটা খেয়ে ঘুমাচ্ছে! লকডাউনের মধ্যে বিভীষিকাময় ছবি উঠে এল সমীক্ষায়</strong>৭৪ শতাংশ মানুষ আধপেটা খেয়ে ঘুমাচ্ছে! লকডাউনের মধ্যে বিভীষিকাময় ছবি উঠে এল সমীক্ষায়

English summary
value of coronavirus stimulus package of pm modi is more than 149 cpountries' gdp
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X