For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্থি নিয়ে রাজনীতি করছে বিজেপি, অভিযোগ বাজপেয়ীর ভাইঝির

অটল বিহারী বাজপেয়ীর ভাইঝি তথা কংগ্রেস নেত্রী করুণা শুক্লার অভিযোগ ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রীর অস্থি নিয়ে রাজনীতির খেলায় মেতেছেন। তিনি বলন গত ১০ বছরের রমণ সিং-এর মুখে বাজপেয়ীর কথা

  • |
Google Oneindia Bengali News

বাজপেয়ীর মৃত্য়ু নিয়ে রাাজনীতি করছে ছত্তিশগড়ের রাজ্য সরকার, এমনই অভিযোগ করলেন অল বিহারী বাজপেয়ীর ভাইঝি তথা কংগ্রেস নেত্রী করুণা শুক্লা। তাঁর অভিযোগ গত ১০ বছরে ছত্তিশ গড়ের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী রমণ সিং-এর মুখে বাজপেয়ীর নাম শোনা যায়নি। এখন মৃত্যুর পর তাঁর অস্থিকে রাজনৈতিক ফায়দা লাভের কাজে লাগাচ্ছেন।

বিজেপির বিরুদ্ধে মুখ খুললেন বাজপেয়ীর ভাইঝি

বৃহস্পতিবার করুণা শুক্লা বলেন, 'তিনি (রমণ সিং) তাঁর ভাষণে কখনও বাজপেয়ীর কথা তোলেননি। তাঁকে কোনও গুরুত্ব দেননি। এখন তাঁর অস্থিকলস নিয়ে রাজনীতির খেলা খেলছেন।' বাজপেয়ীর মৃত্যির আগে তাঁকে কোনও গুরুত্ব না দিয়ে তাঁর মৃত্যুর পর যেভাবে তাঁর নামে বিভিন্ন স্কিমের নাম বদলাচ্ছে তাতে তিনি একই সঙ্গে ক্ষুব্ধ ও দুঃখ পেয়েছেন বলে জানিয়েছেন করুণা।

বুধবারই ছত্তিশগড়ের বিজেপি সরকার ঘোষণা করেছে রাজ্যের নতুন রাজধানী নয়া রায়পুরের নাম বাজপেয়ীর স্মরণে 'অটল নগর' রাখা হবে। সেই সঙ্গে আরও কয়েকটি সরকারি ইনস্টিটিউশন ও প্রকল্পের নাম বাজপেয়ীর নামে বদলে দেওয়ার কতা ঘোষণা করা হয়। এছাড়া বুধবার দেশের অন্যান্য রাজ্যের মতো ছত্তিশগড়েও বাডপেয়ীর অস্থিকলস নিয়ে যাত্রা হয়।

করুণার আক্ষেপ, ছত্তিশগড় রাজ্য গছনের জন্য বাজপেয়ীর অবদান অনস্বীকার্য। কিন্তু গত ১০ বছরের একের পর এক নির্বাচন গিয়েছে। রমণ সিং বা রাজ্যের অন্যান্য বিজেপি নেতারা একবারও তাঁদের প্রচারে, ভাষণে বাজপেয়ীর নাম নেননি। বাজপেয়ীর কাজ নিয়ে একটি শব্দও খরচ করেননি। এখন তাঁর মৃত্যুর পর তাঁর ভাবমূর্তিকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে উঠে পড়ে লেগেছেন রমণ সিং ও অন্যান্যরা।

এর আগে করুণা বিজেপি-রই সদস্য ছিলেন। একসময় দলের সহসভাপতিও ছিলেন। কিন্তু মোদী-শাহ যুগে, দলে ক্রমশঃ একঘরে হয়ে ২০১৪ সালে দল ছাড়েন। তারপর যোগ দিয়েছেন কংগ্রেসে।

English summary
Atal Bihari Vajpayee's niece also a congress leader Karuna Shukla alleges that chhattisgarh Chief Minister playing politics over the death of the former Prime Minister. She said Raman Singh never took Vajpayee's name in the last ten years but is now using his ashes for political gains.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X