বৈষ্ণোদেবীতে হাই অ্যালার্ট! এলাকায় সন্দেহজনক গতিবিধি ঘিরে চাঞ্চল্য
জম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবীতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। জম্মুর কাটরাতে অবস্থিত এই হিন্দু তীর্থস্থানে এদিন অ্য়ালার্ট জারি হওয়ার শব্দ শোনা গিয়েছে। প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে, এলকায় কোনও সন্দেহজনক গতিবিধিকে কেন্দ্র করেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারির রাতে পাকিস্তানের আকাশে ঢুকে এয়ারস্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা। এরপর পাল্টা জবাব দিতে গিয়ে পর দিনই সকালে ২০ টি এফ ১৬ যুদ্ধবিমান নিয়ে ভারতের আকাশ সীমায় ঢুকে হানা দেওয়ার চেষ্টা করে পাকিস্তান। ভারতীয় বায়ুসেনার এক সূত্রের দাবি সেই সময় পাকিস্তানের নিশানায় ছিল জম্মুতে অবস্থিত বৈষ্ণোদেবী মন্দির। যদিও সেদিনের ঘটনার সঙ্গে এদিনের ঘটনার কোনও সংযোগ রয়েছে কী না জানা যায়নি।
উল্লেখ্য, কিছুদিন আগে পাঞ্জাব সীমান্ত লাগোয়া এলাকায় পাকিস্তানের যুদ্ধবিমানের তৎপরতা লক্ষ্য করা যায়। এর ঠিক একদিন পরেই ভারতের রাজস্থানের নাল এয়ারবেসে উদ্ধার হয় তাজা বোমা। সমস্ত ঘটনার প্রেক্ষিতে এদিন হাই অ্যালার্টা প্রাসঙ্গিক বলে দাবি অনেকেরই।