For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কীসের প্রতিশোধ নিতে ভদোদরায় জুনিয়ার স্কুল পড়ুয়াকে খুন সিনিয়রের! পুলিশি তদন্ত ঘিরে কিছু তথ্য

ভদোদরায় নবম শ্রেণির ছাত্র দেব তাদভির খুনের ঘটনা উস্কে দিয়েছে হরিয়ানায় রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের রক্তাক্ত স্মৃতিকে।

Google Oneindia Bengali News

ভদোদরায় নবম শ্রেণির ছাত্র দেব তাদভির খুনের ঘটনা উস্কে দিয়েছে হরিয়ানায় রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের রক্তাক্ত স্মৃতিকে। ভদোদরার শ্রীভারতী বিদ্যালয়ে এক নবম শ্রেণির ছাত্রকে খুন করার অভিযোগ রয়েছে দশম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে। পুলিশি তদন্তে প্রথমেই উঠে আসে খুনের উদ্দেশ্য কী ছিল, তা নিয়ে প্রশ্ন। এই নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।

কীসের প্রতিশোধ নিতে ভদোদরায় জুনিয়ার স্কুল পড়ুয়াকে খুন সিনিয়রের! পুলিশি তদন্ত ঘিরে কিছু তথ্য

দশম শ্রেণির অভিযুক্ত ছাত্র পুলিশি জেরার মুখে স্বীকার করে নিয়েছে, বহুদিন ধরেই সে এই খুনের পরিকল্পনা করছিল। স্কুলের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই এই খুন করে সে, এমনই জানিয়েছে অভিযুক্ত। বহুদিন ধরে স্কুলে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে বকুনি খেয়ে ক্ষোভ জমতে থাকে অভিযুক্তের মনে । আর সেজন্যই স্কুলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে সে খুন করে দেব তাদভিকে।

[আরও পড়ুন:সাত-সকালে মর্মান্তিক দুর্ঘটনা! শহরে ফের গতির নেশায় যুবকের মৃত্যু][আরও পড়ুন:সাত-সকালে মর্মান্তিক দুর্ঘটনা! শহরে ফের গতির নেশায় যুবকের মৃত্যু]

উল্লেখ্য,এই ঘটনায় নিহত ছাত্রটির শরীরের ১৫ জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার রাতেই স্কুলেরই এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। সে দশম শ্রেণির ছাত্র বলে জানা গিয়েছে।পুলিশ কমিশনার মনোজ শশীধর জানিয়েছেন, অন্তত চারজন ছাত্র জানিয়েছে, অভিযুক্ত ছাত্রকে তারা কোপাতে দেখেছে। এই ঘটনায় আরও একজন জড়িত রয়েছে বলে পুলিশের সন্দেহ। পুলিশি জেরার মুখে অভিযুক্ত জানিয়েছে মৃত দেব তাদভির বিরুদ্ধে তাঁর ব্যক্তিগত কোনও আক্রোশই ছিল না । কেবল স্কুলকে শাস্তি দিতেই সে এমন পদক্ষেপ নেয়।

[আরও পড়ুন:সেনার পদস্থ আধিকারিকের স্ত্রীর গলা কাটা দেহ উদ্ধার, ঘনীভূত রহস্য ][আরও পড়ুন:সেনার পদস্থ আধিকারিকের স্ত্রীর গলা কাটা দেহ উদ্ধার, ঘনীভূত রহস্য ]

English summary
Vadodara student stabbing: Teen killed junior to take revenge on school, say police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X