For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেশাভিত্তিক টিকাকরণ বৈষম্যমূলক, সুপ্রিম কোর্টকে স্পষ্ট জানাল কেন্দ্র

পেশাভিত্তিক টিকাকরণ বৈষম্যমূলক, সুপ্রিম কোর্টকে স্পষ্ট জানাল কেন্দ্র

Google Oneindia Bengali News

পেশাগত দিক দিয়ে বিচার করে করোনা ভাইরাসের টিকাকরণ করা বৈষম্যমূলক হবে, দেশের স্বার্থে নয়, সুপ্রিম কোর্টকে এরকমই জবাব দিল কেন্দ্র সরকার। সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা হয়, যেখানে বিচারক–বিচারপতি ও আইনজীবী সহ আইনের পেশার সঙ্গে যুক্তদের টিকাকরণে অগ্রাধিকার দেওয়ার আবেদন করা হয়। সেই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নোটিস পাঠিয়েছিল আর সেই নোটিসের জবাব দিল কেন্দ্র।

পেশাভিত্তিক টিকাকরণ বৈষম্যমূলক, সুপ্রিম কোর্টকে স্পষ্ট জানাল কেন্দ্র

এক হলফনামায় সরকার বলেছে, '‌আইনজীবীদের জন্য আলাদা কোনও গোষ্ঠী তৈরি করে টিকাকরণ অভিযান চালিয়ে যাওয়া সম্ভব নয়। পেশাগত দিক দিয়ে টিকাকরণকে অগ্রাধিকার দেওয়া তা কখনই দেশের স্বার্থে হতে পারে না। এটা বৈষম্য বলেই মনে হবে।’‌ আবেদনে বলা হয়েছিল যে বিচারপতি, বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মী, আইনজীবী ও আইনী ব্যবস্থার সঙ্গে যুক্ত সদস্যদের টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হোক।

গত ১৬ জানুয়ারি থেকে দেশে করোনার টিকাকরণ ড্রাইভ শুরু হয়েছে। প্রথমেই স্বাস্থ্যকর্মী ও সামনের সারির যোদ্ধাদের টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হয়, কারণ তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে পরিষেবা দিচ্ছেন। গত ১ মার্চ থেকে দেশে দ্বিতীয় দফায় টিকাকরণ শুরু হয়, এক্ষেত্রে অগ্রাধিকার তালিকায় ছিলেন ষাটোর্ধ্ব ও ৪৫ বছর বা তার বেশি বয়স এবং একাধিক রোগ রয়েছে এমন ব্যক্তিরা। তবে পেশাগত দিক দিয়ে কোনও অগ্রাধিকার দেওয়া হয়নি। ৫ মার্চ পর্যন্ত ৫.‌১৩ কোটি ডোজ টিকা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সরবরাহ করা হয়েছে। সোমবার কেন্দ্র বলেছে, '‌দেশের স্বার্থে আশা করি আদালত তাতে হস্তক্ষেপ করবে না। সীমিত সংখ্যায় ভ্যাকসিন উৎপাদনকে সামনে রেখে সুবিধাভোগীদের অগ্রাধিকার ও হু–এর নির্দেশিকা অনুযায়ী অগ্রাধিকার দেওয়া দরকার। পেশাভিত্তিক টিকাকরণ কেন্দ্রের উদ্দেশ্য নয়।’‌

প্রার্থী অসন্তোষ চরমে গেরুয়া শিবিরে, নাম ঘোষণার আগেই রেললাইনে আত্মহত্যার চেষ্টা বিজেপি নেতারপ্রার্থী অসন্তোষ চরমে গেরুয়া শিবিরে, নাম ঘোষণার আগেই রেললাইনে আত্মহত্যার চেষ্টা বিজেপি নেতার

English summary
vaccinating on basis of professions discriminatory centre tells sc
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X