For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেটের আগে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা পদে V Anantha Nageswaran-কে নিয়োগ মোদী সরকারের

বড় দায়িত্ব পেলেন V Anantha Nageswaran। আজ শুক্রবার তাঁকে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অর্থাৎ chief economic advisor হিসাবে নিযুক্ত করা হয়েছে। এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের তরফে। গত ২০২১ সালে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার পদ থেকে

  • |
Google Oneindia Bengali News

বড় দায়িত্ব পেলেন V Anantha Nageswaran। আজ শুক্রবার তাঁকে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অর্থাৎ chief economic advisor হিসাবে নিযুক্ত করা হয়েছে। এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের তরফে। গত ২০২১ সালে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার পদ থেকে অবসর নেন কেবি সব্রমন্যয়ম।

V Anantha Nageswaran-কে নিয়োগ মোদী সরকারের

এরপ থেকে কেন্দ্রের গুরুত্বপূর্ণ এই পদটি খালি অবস্থাতে পড়েছিল। কেবি সব্রমন্যয়ম চলে যাওয়ার পর থেকে প্রায় কয়েকটা মাস খালি পড়ে ছিল পদটি। অবশেষে V Anantha Nageswaran কে বড় দায়িত্ব দিয়ে কেন্দ্রের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হল।

এই মুহূর্তে ভারত বিশ্বের তৃতীয় বড় অর্থ ব্যবস্থা। এই মুহূর্তে করোনার থার্ড ওয়েভ চলছে দেশে। কিন্তু এই অবস্থাতেও দেশের অর্থনীতি টলমল জায়গাতে যায়নি। কিন্তু এই মুহূর্তে মোদী সরকারের কাছে একাধিক বড় চ্যালেঞ্জ রয়েছে। মূল্যবৃদ্ধিকে সামাল দেওয়া এবং বেকার সমস্যা সমাধান করা।

২০২৪-দেশে লোকসভা নির্বাচন। এর আগে এই দুই চ্যালেঞ্জ মোকাবিলাটা করাটাই মোদী সরকারের কাছে বড়সড় পদক্ষেপ হবে। এমনটাই মনে করছে অর্থনৈতিকমহল।

শুধু তাই নয়, একাধিক প্রশ্নের মুখে মোদী সরকার। এই অবস্থায় জনমুখী বাজেট পেশ করাটাও মোদী সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। আর এই পরিস্থিতিতে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা পদের জন্যে নিয়োগ করল মোদী সরকার।

অর্থনীতির কারবারীরা বলছেন, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে V Anantha Nageswaran-এর কাছেও বড় চ্যালেঞ্জ। কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায় সেই সংক্রান্ত নকশা বিজেপি সরকারকে খুব শিঘ্রই তৈরি করে দিতে হবে তাঁকে। এমনটাই মনে করছে ওয়াকিবহালমহল।

অন্ধ্রপ্রদেশের এক বিশ্ববিদ্যালয়ের অর্থশাস্ত্রের বিশিষ্ট অতিথি প্রফেসর হিসাবে পড়ান V Anantha Nageswaran। আর্থিক পরিস্থিতির বিষয়ে তাঁর যথেষ্ট সাম্যক ধারণা রয়েছে। নাগেশ্বরণ ১৯৮৫ সালে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজম্যান অহমেদাবাদ থেকে এমবিএ করেছিলেন।

তাঁর কাছের জন্যে University of Massachusetts Amherst-এর থেকে নাগেশ্বরণকে ডক্টরেট উপাধি দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, অর্থনীতি নিয়ে তাঁর ধারণা অনেক।

আর এই অবস্থায় তাঁর উপরেই ভরসা করতে চাইছে মোদী সরকার। এখন দেখার এই কঠিন পরিস্থিতি থেকে বাঁচতে কার্যত মোদী সরকারকে কোন পথ দেখাতে পারেন V Anantha Nageswaran? উল্লেখ্য আগামী মঙ্গলবার ২০২২-২৩ অর্থ বছরের জন্যে বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ। বিপুল মানুষের চাহিদার কথা মাথায় রেখে এই বাজেট পেশ হবে। আর এর ঠিক তিনদিনের মাথায় এই নিয়োগ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

English summary
V Anantha Nageswaran gets appointed as chief economic adviser by Modi Government before Budget 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X