For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জানেন কি ভারতের একমাত্র কোন রাজ্যে কোনও রাজধানী নেই!

জানেন কী এটি ভারতের একমাত্র রাজ্যে যার কোনও রাজধানী নেই!

Google Oneindia Bengali News

তিনটি রাজধানী নিয়ে ঝামেলা চলছে দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশে। শুধু অমরাবতী নয়, রাজধানী হবে তিনটি। জগন্মোহন সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। মরাবতীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন টিডিপি কর্মী-সমর্থকরা। গ্রেফতার করা হয় টিডিপি সাংসদ জয়দেব গল্লাকে। তবে অন্ধ্রের তিনটি রাজধানী বিতর্কের মধ্যে জেনে নিন কোন দেশের কোন রাজ্যের কোনও রাজধানী নেই!

১৯ বছর পরও রাজধানী নেই

১৯ বছর পরও রাজধানী নেই

রাজ্য হিসাবে আত্মপ্রকাশের ১৯ বছর পরও কোনও স্থাী রাজধানী পায়নি উত্তরাখণ্ড। উত্তরপ্রদেশ থেকে আলাদা রাজ্য হিসাবে আত্মপ্রকাশ ২০০০ সালের ৮ নভেম্বর। তবে দেশের ২৭ তম রাজ্য আজও কোনও স্থায়ী রাজধানী পায়নি।আমরা সবাই দেহরাদূনকেই রাজ্যটির রাজধানী হিসাবে জানি। তবে আদতে দেহরাদূন রাজ্যটির অস্থায়ী রাজধানী।

রাজধানী নিয়ে কোনও চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি

রাজধানী নিয়ে কোনও চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি

পৃথক রাজ্যের জন্যে আন্দোলনকারীরা আসলে প্রথম থেকেই রাজধানী হিসাবে চেয়েছিল গেরসেনকে। কারণ এই শহরটি আলমোরা, গারওয়াল ও চামোলির একদম মধ্যে অবস্থিত। তবে এই দাবি আজ পর্যন্ত মানা হয়নি। ২০০০ সালে যখন উত্তরাখণ্ড পৃথক রাজ্য হিসাবে উত্তরপ্রদেশ থেকে পথক হয়, তখন রাজধানী নিয়ে কোনও চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।

রাজ্যের সব থেকে উন্নত শহর দেহরাদূন

রাজ্যের সব থেকে উন্নত শহর দেহরাদূন

সেই সময় রাজ্যের সব থেকে উন্নত শহর ছিল দেহরাদূন। তাই দেহরাদূনকে বেছে নেওয়া হয় রাজ্যের অস্থায়ী রাজধানী হিসাবে। তবে গত প্রায় দুই দশক ধরে রাজ্যটির জন্যেএকটি স্থায়ী রাজধানীর খোঁজ চললেও তা পায়নি কোনও সরকারই। পৃথক রাজ্যহওয়ার পর থেকে রাজ্যের ক্ষমতায় বসে বিজেপি, কংগ্রেস উভয় দলই। তবে কোনও দলের পক্ষেই রাজ্ধানী প্রশ্নের জবাব পাওয়া সম্ভব হয়নি।

রাজনৈতিক কারণ

রাজনৈতিক কারণ

রাজনৈতিক ভাবে দেখতে গেলে এই রাজ্যে রাজধানী বদল করার ধুঁকি কেউ নিতে চায় না।আসলে দেহরাদূন থেকে রাজধানী বদল করলে তা সেই শহরে থাকা মানুষদের অসন্তুষ্ট হবে। অন্য দিকে রাজ্য তৈরির ভিত্তিটি ছিল পাহাড়ি অঞ্চলের উন্নয়ন।সেই দিক থেকে গেরসেনকে তাদের প্রতিশ্রুত স্থান না দিলে ক্ষুণ্ণ হবে রাজ্যের সংহভাগ মানুষ। তাই সেখানে যেভাবে চলছে, সেভাবেই বিষয়টিকে ছেড়ে দিয়েছে সব পক্ষই।

English summary
uttarakhand the only indian state without any permanent state capital
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X