For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দু'বছর আগের স্মৃতি উসকে ভারী বৃষ্টিতে বড়সড় ধস উত্তরাখণ্ডে, আটক ৩ হাজার তীর্থযাত্রী

  • |
Google Oneindia Bengali News

দেরাদুন, ৩০ এপ্রিল : নেপালে ভয়াবহ ভূমিকম্পের ঘটনার পর এক সপ্তাহও কাটেনি। এর মধ্যেই নয়া বিপদের ইঙ্গিত ভারতের উত্তরপ্রান্তে।

ফের ২০১৩ সালের দুর্যোগের স্মৃতি উঁকি দিচ্ছে উত্তরাখণ্ডে। সেবারেও এভাবেই শুরুটা হয়েছিল। টানা টিনদিন বৃষ্টি ও তারপর হড়পা বান। তারপরের ঘটনা সবারই জানা। ভয়াবহ বন্যা ও ধসের ফলে প্রায় ৬ হাজার মানুষের মৃত্যুর স্মৃতি এখনও ফিকে হয়ে যায়নি আমজনতার মন থেকে। তার মধ্যেই এবার ফের দুর্যোগ ফিরে আসার পরিস্থিতি তৈরি হচ্ছে উত্তর ভারতে।

দু'বছর আগের স্মৃতি উসকে ভারী বৃষ্টিতে বড়সড় ধস উত্তরাখণ্ডে, আটক ৩ হাজার তীর্থযাত্রী


জানা গিয়েছে, উত্তরাখণ্ডের চামোলিতে বিষ্ণু প্রয়াগের কাছে বড়সড় ধস নামায় ঋষিকেশ-বদ্রিনাথ হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এই সেই চামোলি যেখানে ২০১৩ সালের দুর্যোগে বহু মানুষ মারা গিয়েছিলেন।

গতকাল জানা গিয়েছিল, নেপালে ভূমিকম্পের জেরে প্রায় ৩ হাজার তীর্থযাত্রী বদ্রীনাথ ধামে আটকে পড়েছেন। মঙ্গলবার থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে উত্তরাখণ্ডে। এর ফলে ভূমিধসে বিষ্ণুপ্রয়াগ যাত্রা থমকে গিয়েছে। রাস্তা আটকে পড়ায় বদ্রীনাথ যাত্রা অবরুদ্ধ হয়ে গিয়েছে।

দু'বছর আগের স্মৃতি উসকে ভারী বৃষ্টিতে বড়সড় ধস উত্তরাখণ্ডে, আটক ৩ হাজার তীর্থযাত্রী


আগে গিয়ে যাতে মাঝ রাস্তায় তীর্থযাত্রীরা আটকে না পড়েন তার জন্য প্রশাসনের তরফে পুলিশবাহিনী গিয়ে তাদের গোবিন্দঘাট, জোশীমঠ বা বদ্রীনাথের আগেই আটকে দিয়েছেন।

হঠাৎ কয়েকদিন ধরে চলা বৃষ্টিতে আরও বড় কোনও দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্যই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ভারী বৃষ্টি ও তারপরের ভূমিধসে রীতিমতো আতঙ্কে রয়েছেন উত্তরাখণ্ডের স্থানীয় বাসিন্দারা।

ছবি সৌজন্য : এএনআই

English summary
Uttarakhand: Rishikesh-Badrinath highway closed due to landslide at Vishnu Prayag
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X