For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরাখণ্ডে তুষারধস, ৬ বাঙালি অভিযাত্রীর মৃত্যু

উত্তরাখণ্ডে তুষারধস, ৬ বাঙালি অভিযাত্রীর মৃত্যু

Google Oneindia Bengali News

উত্তরাখণ্ডে তুষারধসে ১১ জন অভিযাত্রীর মৃত্যু হয়েছে। তারমধ্যে ৬ জন বাঙালি। লামখাগা পাসে ১১ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। ১ জনকে বরফ চাপা অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। গতকালই ৫ বাঙালি অভিযাত্রীর দেহ উদ্ধার হয়েছিল। শনিবার আরওএকজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬। এখনও একজনের খোঁজ পাওয়া যায়নি।

উত্তরাখণ্ডে তুষারধস, ৬ বাঙালি অভিযাত্রীর মৃত্যু

লামখাগা পাস উত্তরাখণ্ডের দুর্গম এলাকা। পুজোর সময় সেখানেই ট্রেক করতে গিয়েছিল ১৭ জনের একটি দল। তুষারধসের কারণে গত ১৮ অক্টোবর তাঁরা পথ হারিয়ে ফেলেছিলেন। দলে ছিলেন স্থানীয় গাইড এবং পোর্টার। ২০ অক্টোবর তল্লাশি শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে নামে ভারতীয় বায়ুসেনাও। ৭ হাজার ফুট উচ্চতায় এখনও উদ্ধারকাজ চালাচ্ছে বায়ুসেনা। লাগামখা পাস থেকে এখনও পর্যন্ত ১১ জনের দেহ উদ্ধার করা গিেয়ছে। ৫ জনের দেহ এয়ারলিফট করে নিয়ে আসা হয়েছে। আইটিবিপির জওয়ানরাও তল্লাশি অভিযান চালাচ্ছে। হিমাচল প্রদেশের দুই অভিযাত্রীর এখনও কোনও খোঁজ মেলেনি।

সিমলা থেেক ২২৫ কিলোমিটার দূরে সিঙ্গলায় দেহগুলি নিয়ে আসা হচ্ছে। সেখানে দেহের ময়নাতদন্তর জন্য পাঠানো হয়েছে। ২৩ অক্টোবর থেকে দুই অভিযাত্রীর সন্ধানে ফের তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। কিন্নুরের েডপুটি কমিশনার বলেছেন, ফের সেনা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেেছ। যাদের দেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের নাম শুভায়ন দাস, বিকাশ মাকাল, শুভ্র ঘোষ, তন্ময় তিওয়ারি, অনিতা রাওয়াত। অনিতা রাওয়াতই একমাত্র মহিলা যাঁর দেহ উদ্ধার হয়েছে। বাকিরা সকলেই পশ্চিমবঙ্গ থেকে গিয়েছিলেন। একমাত্র দিল্লি থেকেই গিয়েছিলেন অনিতা রাওয়াত। আহতের নাম মিঠুন দারি। তিনিও পশ্চিমবঙ্গ থেকেই গিয়েছিলেন। দেবেন্দ্র চৌহান নামে যে গাইডকে উদ্ধার করা হয়েছে তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে।

এখনও স্বাভাবিক হয়নি উত্তরাখণ্ডের পরিস্থিতি। নৈনিতালে একাধিক বাঙালি পর্যটক আটকে ছিলেন। প্রবল বর্ষণ আর ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল নৈনিতাল। টেলিফোন যোগাযোগ, বিদ্যুৎ কোনও কিছুই ছিল না সেখানে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। একে একে খুলছে রাস্তা। তবে এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি পুরোপুরি। একাধিক জায়গায় এখনও রাস্তা ভেঙে রয়েছে। সেগুলি মেরামতির কাজ চলছে।

English summary
Uttarakhand update news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X