For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভয়াবহ তুষার ধসের কবলে উত্তরাখণ্ড! রাজ্যবাসীর মঙ্গলকামনায় টুইট মোদীর

ভয়াবহ তুষার ধসের কবলে উত্তরাখণ্ড! রাজ্যবাসীর মঙ্গলকামনায় টুইট মোদীর

  • |
Google Oneindia Bengali News

ভয়াবহ তুষার ধসের জেরেই ইতিমধ্যেই লন্ডভন্ড হয়ে গিয়েছে উত্তরাখন্ডের বিস্তৃর্ণ এলাকা। উত্তরাখণ্ডের চামোলি জেলার অলকানন্দ নদীর উপর হিমবাহ ভেঙে যাওয়ায় পরিস্থিতি ক্রমেই আরও ভয়ঙ্কর হয়ে উঠছে বলে জানাচ্ছে সরকার। এমতাবস্থায় রাজ্যবাসীর মঙ্গলকামনায় টুইট করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। একইসাথে গোটা পরিস্থিতির উপরেই যে তিনি সারাক্ষণ নজর রেখে চলেছেন টুইটবার্তায় সেকথা জানাতে ভোলেননি মোদী।

ভয়াবহ তুষার ধসের কবলে উত্তরাখণ্ড! রাজ্যবাসীর মঙ্গলকামনায় টুইট মোদীর

সদ্য করা টুইটে তিনি জানিয়েছে, “এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক৷ গোটা ভারত উত্তরাখণ্ডের পাশে রয়েছে। সাধারণ মানুষের সুরক্ষার জন্য প্রার্থনা করছে গোটা দেশহবাসী৷ আমি নিজেও রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকে সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি।” সূত্রের খবর, বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকারী জলের থেকেই ইতিমধ্যেই তিনি সর্বশেষ আপডেটও নিয়েছেন বলে জানা যাচ্ছে। এদিকে ভয়াবহ তুষার ধসের জেরে ১৫০ জন নিখোঁজ ও ইতিমধ্যেই শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷

ভয়াবহ তুষার ধসের কবলে উত্তরাখণ্ড! রাজ্যবাসীর মঙ্গলকামনায় টুইট মোদীর


এদিকে আকস্মিক এই তুষার ধসে বহু গ্রামের শতাধিক বাড়িঘরের চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে। এমনকী ঋষিগঙ্গা নদীর উপর তৈরি হওয়া বিদ্যুৎ প্রকল্পটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সরাকারি সূত্রে খবর। ধৌলিগঙ্গার হিমবাহ ধসের কারণে তপোবনও ক্ষতির মুখে পড়েছে বলে জানা যাচ্ছে। এদিকে প্রবল বৃষ্টি ও প্লাবনের জেরে চামোলির রেনি গ্রামে ঋষিগঙ্গা প্রকল্পও ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে পর্যটকদের ভরা মরশুমে হরিদ্বার-হৃষিকেশে গঙ্গার জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে দেরাদুনে জারি হয়েছে হাই অ্যালার্ট।

হিমবাহ ধসে ক্ষতিগ্রস্ত ঋষিগঙ্গা বিদ্যুৎ প্রকল্প, প্রচুরজনের আটকে থাকার সম্ভাবনাহিমবাহ ধসে ক্ষতিগ্রস্ত ঋষিগঙ্গা বিদ্যুৎ প্রকল্প, প্রচুরজনের আটকে থাকার সম্ভাবনা

English summary
The whole country is on the side of Uttarakhand, tweeted Prime Minister Narendra Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X