For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুইৎজারল্যান্ডকেও ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে উত্তরাখন্ড', দাবি যোগীর

  • |
Google Oneindia Bengali News

কলকাতাকে লন্ডন , আর দার্জিলিং কে সুইৎজারল্যান্ড করার বার্তা বহু আগে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি ক্ষমতায় আসবার পর থেকে দার্জিলিং এর পর্যটন নিয়ে বহু উদ্যোগ নিয়েছেন। এবার উত্তরপ্রদেশরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরাখন্ডে গিয়ে , সেখানের পর্যটন নিয়েও খানিকটা মমতার সুরেই সুর ধরেন।

সুইৎজারল্যান্ডকেও ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে উত্তরাখন্ড, দাবি যোগীর

এদিন উত্তরাখন্ডের তেহরিতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে একাধিক দাবি তোলেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ' পর্যটন কেন্দ্র হিসাবে উত্তরাখণ্ডের ব্যাপক কিছু করার ক্ষমতা রয়েছে। যদি তেহরি লেকের সঠিক প্রমোশন ও ব্র্যান্ডিং হয়, তাহলে এটি কাশ্মীরের ডাল লেককেও ছাপিয়ে যাবে।' এরপরই যোগী আদিত্যনাথ বলেন,' উত্তরাখণ্ডের কাছে রয়েছে সুইৎজারল্যান্ডকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা। '

যোগী আদিত্যনাথ এদিন প্রায় ৩৩ বছর বাদে উত্তরাাখন্ডে পৌঁছন।সেখানে গিয়ে তেহরি লেক-এ মিনিট ২০ বোটিং করতেও দেখা যায় যোগী আদিত্যনাথকে। প্রসঙ্গত, হাইস্কুলের পরীক্ষা যোগী আদিত্যনাথ তেহরি এলাকা থেকেই পাশ করেন। আর সেই ছোটবেলার স্মৃতিচারণায় এদিনও ধরা দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

English summary
Uttarakhand has the potential to leave even Switzerland far behind says Yogi Adityanath.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X