For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরাখণ্ডে এক দফায় ভোট, দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন

  • |
Google Oneindia Bengali News

উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১৪ ফেব্রুয়ারি এক দফায় উত্তরাখণ্ডে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

উত্তরাখণ্ডে ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনের তরফে হয়েছে, উত্তরাখণ্ডে নির্বাচন উপলক্ষে বিজ্ঞপ্তি জারি হবে ২১ জানুয়ারি। মনোনয়ন জমা করার শেষ তারিখ ২৮ জানুয়ারি। মনোনয়ন স্ক্রুটিনি হবে ২৯ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ৩১ জানুয়ারি। এরপরে ১৪ ফেব্রুয়ারি ভোট হবে।

উত্তরাখণ্ডের মোট ৭০ টি আসনে নির্বাচন হবে। তার ফলাফল প্রকাশিত হবে আগামী ১০ মার্চ। এই রাজ্যে বিধানসভার মেয়াদ উত্তীর্ণ হচ্ছে ২৩ মার্চ। তবে তার আগেই নতুন সরকার গঠন করা হয়ে যাবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে উত্তরাখণ্ডের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়ে গিয়েছে।

উত্তরাখণ্ডে ২০১৭ সালের নির্বাচনে বিজেপি ৭০ টি আসনের মধ্যে ৫৭ টি আসনে জয় পায়। তার আগে সে রাজ্যে কংগ্রেসের সরকার ছিল। মুখ্যমন্ত্রী ছিলেন হরিশ রাওয়াত। তারপর থেকে উত্তরাখণ্ড রাজ্যে তিনবার মুখ্যমন্ত্রী বদল হয়েছে। প্রথমে শপথ নেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। এরপরে ২০২১ সালের মার্চ মাসে তিনি সরে গেলে রাজ্যের হাল ধরেন বিজেপি নেতা তিরথ সিং রাওয়াত। তবে তিনিও কয়েকমাসের মধ্যে সরে যান। কারণ তিনি লোকসভার সাংসদ ছিলেন। এবং সময়ের মধ্যে তাঁকে নির্বাচিত হয়ে আসতে হতো। তা না হওয়ায় তাঁকে সরতে হয়। এবং জুলাই মাসে তাঁর জায়গায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন পুষ্কর সিং ধামি।

গত নির্বাচনে কংগ্রেস মাত্র ১১ টি আসন পেয়েছিল এবং দুটি আসন পায় নির্দল প্রার্থীরা। এরাজ্যে মূল লড়াই বিজেপি বনাম কংগ্রেসের। ইতিমধ্যে দুই দল একে অপরের বিরুদ্ধে ভোটের ময়দানে নেমে পড়েছে। তবে পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও উত্তরাখণ্ডের নির্বাচনে এবছর জোরদার প্রচার চালাচ্ছে।

English summary
Uttarakhand Election 2022 Date Schedule Announced: Check Detailed List Of Polling In State Constituencies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X