For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মাইনাস প্লাস মাইনাস' হবে 'প্লাস', শিক্ষিকাকে ধমকিয়ে শেখালেন শিক্ষামন্ত্রী, ভাইরাল হল ভিডিও

নিজের অজ্ঞানতা সকলের সামনে জাহির করে ফেললেন উত্তরাখণ্ডের শিক্ষামন্ত্রী অরবিন্দ পাণ্ডে।

  • |
Google Oneindia Bengali News

স্কুল পরিদর্শনে এসে নিজের অজ্ঞানতা সকলের সামনে জাহির করে ফেললেন উত্তরাখণ্ডের শিক্ষামন্ত্রী অরবিন্দ পাণ্ডে। তিনি নিজেই গণিতের অ-আ-ক-খ জানেন না। অথচ এক ঘর ছাত্রছাত্রীর সামনে এক স্কুল শিক্ষিকাকে অপমান করলেন।

'মাইনাস প্লাস মাইনাস' হবে 'প্লাস', শিক্ষিকাকে ধমকিয়ে শেখালেন শিক্ষামন্ত্রী, ভাইরাল হল ভিডিও

এই ঘটনার ভিডিও সামনে আসতেই ভাইরাল হয়ে গিয়েছে জানা গিযেছে, অরবিন্দ পাণ্ডে রাজ্য়ের একটি সরকারি স্কুলে গিয়ে ক্লাসে ঢুকে পড়েন। অঙ্কের শিক্ষিকাকে প্রশ্ন করেন তিনি জবাব দিলে তা ভুল বলে দাবি করেন। জবাবে তিনি যে জবাব দেন তার সঙ্গে গণিতের দূরদরান্ত পর্যন্ত কোনও মিল ছিল না।

শিক্ষামন্ত্রী জিজ্ঞাসা করেন, মাইনাস প্লাস মাইনাসের উত্তর কী হবে জবাবে শিক্ষিকা মাইনাস বা বিয়োগ বললে তা ভুল বলে দেগে দেন মন্ত্রী। উল্টে বলেন তা প্লাস বা যোগ হবে। এমনকী শিক্ষিকাকে সকলের সামনে আরও নানাভাবে অপদস্থ করারও চেষ্টা করেন। অভিযোগ, বইয়ের চতুর্থ চ্য়াপ্টারে কী বিষয় রয়েছে তা জিজ্ঞাসা করেন মন্ত্রী। এমনকী শুধু সরকারি বই থেকে ছাত্রদের পড়ানোরও নির্দেশ দেন। এই ভিডিও সামনে আসতেই ভাইরাল হয়ে গিয়েছে।

English summary
Uttarakhand education minister insults teacher, but gets his own maths wrong
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X