For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরাখণ্ডে দুটি আসনে দাঁড়িয়েও হরিশ রাওয়াতের পরাজয়, গো-হারান হারল কংগ্রেসও

উত্তরাখণ্ডে দুটি আসনে দাঁড়িয়ে দুটিতেই হারলেন কংগ্রেসের বিদায়ী মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। হরিদ্বার গ্রামীণ ও কিচ্ছা বিধানসভা আসন থেকে লড়ে একটিতেও তিনি জিততে পারেননি।

  • |
Google Oneindia Bengali News

দেরাদুন, ১১ মার্চ : উত্তরাখণ্ডে দুটি আসনে দাঁড়িয়ে দুটিতেই হারলেন কংগ্রেসের বিদায়ী মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। হরিদ্বার গ্রামীণ ও কিচ্ছা বিধানসভা আসন থেকে লড়ে একটিতেও তিনি জিততে পারেননি। বিজেপির স্বামী জাতিস্মরানন্দের কাছে ১২ হাজার ভোটে ও হরিদ্বার গ্রামীণে ১০৩ ভোটে রাজেশ শুক্লার কাছে তিনি হেরে গিয়েছেন।[গোয়ায় বড় ধাক্কা বিজেপির, হারলেন বিদায়ী মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকর ]

এর পাশাপাশি সারা রাজ্য জুড়ে ভালো ফল করে ৫০টির বেশি আসনে জয়লাভ করার ফলে উত্তরাখণ্ডের দখল চলে গিয়েছে গেরুয়া বাহিনীর হাতে। এখন কাকে মুখ্যমন্ত্রী হিসাবে দল বেছে নেয় সেটাই এখন দেখার।[আঞ্চলিক দলগুলি কংগ্রেসের সঙ্গে জোট বাঁধুন নিজেদের সর্বনাশের কথা মাথায় রেখে ]

উত্তরাখণ্ডে দুচি আসনে দাঁড়িয়েও হরিশ রাওয়াতের পরাজয়, গো-হারান হারল কংগ্রেসও

কিছুদিন আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জানিয়েছেন, দল জিতলে নির্বাচিত বিধায়কদের মধ্য থেকেই কাউকে বেছে নেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন অজয় ভাট, প্রকাশ পান্থ, সতপাল মহারাজ, ত্রিবেন্দ্র সিং রাওয়াতের মতো নেতারা।[(ছবি) উত্তরপ্রদেশ নির্বাচনের ফলাফল নিয়ে নেতানেত্রীদের প্রতিক্রিয়া ]

ক্ষমতাসীন কংগ্রেসকে নির্বাচনের মাধ্যমে উৎখাত করার পাশাপাশি সবচেয়ে বেশি আসনে উত্তরাখণ্ডে জেতার রেকর্ডও বিজেপি এবারে করে ফেলল বলে রাজনৈতিক বিশেষজ্ঞ সূত্রে জানা গিয়েছে।[উত্তরপ্রদেশ সহ বাকী রাজ্যে গেরুয়া ঝড়, রাজ্যসভায় জায়গা মজবুত বিজেপির ]

বিজেপি সব দলকে ছাপিয়ে এগিয়ে গিয়েছে। উত্তরপ্রদেশের মতো এখানেও বিজেপি তথা নরেন্দ্র মোদী ম্যাজিক কাজ করেছে বলেই বিশেষজ্ঞদের মত। পাশাপাশি মুখ্যমন্ত্রী হিসাবে হরিশ রাওয়াত ও দল হিসাবে কংগ্রেসের গ্রহণযোগ্যতা একেবারে তলানিতে এসে ঠেকাতেই এই ফলাফল হয়েছে।

English summary
Uttarakhand Chief Minister Harish Rawat has lost from both Haridwar Rural and Kichha constituencies. Rawat lost to the BJP's Swami Yatishwaranand by about 12,000 votes in Haridwar Rural and lost to Rajesh Shukla by 103 votes.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X