For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উদ্ধার করবে সরকার, ভাড়া মেটাবে যাত্রী, আজব নিয়ম চালু এই বিজেপি রাজ্যে

উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি বলেছে, বিপর্যেয়ের সময় উদ্ধারকাজে হেলিকপ্টার ব্যবহারের জন্য যাত্রীদের থেকে ভাড়া নেওয়া হবে।

Google Oneindia Bengali News

বন্যা বা ধসে আটকে যাওয়া মানুষদের উদ্ধার করে সংশ্লিষ্ট এলাকার সরকার। অনেকসময়ই এই উদ্ধারকাজে ব্যবহার করা হয় হেলিকপ্টার। কিন্তু তার জন্য বিপন্ন মানুষদের কাছ থেকে হেলিকপ্টারের ভাড়া চাওয়া, সেও কি আবার হয়? এরকম বিস্ময়কর সিদ্ধান্তই নিয়ে দেখাল উত্তরাখণ্ডের বিজেপি সরকার।

উদ্ধার করবে সরকার, ভাড়া মেটাবে যাত্রী

উত্তরাখণ্ডের বেসামরিক বিমান পরিবহণ দপ্তর এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে এবার থেকে এধরণের উদ্ধারের কাজে হেলিকপ্টার ব্যবহার করা হলে, যাদের উদ্ধার করা হব, তাদেরকেই গ্যাঁটের কড়ি খরচা করতে হবে। জনপ্রতি এই ভাড়া ধার্য করা হয়েছে জিএসটি নিয়ে ৩ হাজার ১০০ টাকা করে। এই বিজ্ঞপ্তিতে মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত শিলমোহরও দিয়েছেন।

এর আগে ভারতের কোনও রাজ্যে তো বটেও কোথাও এরকম নির্দেশের কথা শোনা যায়নি। অনেকের মনে পড়েছে ২০১৩ সালের কথা। ওই বছর হঠাৎ আসা হরপা বানে বহু তীর্থযাত্রী, ভ্রমণার্থীরা আটকে পড়ছিলেন। বাকি ভারতের সঙ্গে কেদারের সংযোগ বিচ্ছিন্নই হয়ে গিয়েছিল। হেলিকপ্টার ছাড়া উদ্ধারের অন্য উপায় ছিল না। ভারতের মতো গরীব দেশে অনেকেরই ৩০০০ টাকার উপর ভাড়া গুনে 'উদ্ধার' হওয়ার মতো উপায় নেই। প্রশ্ন উঠছে সেক্ষেত্রে কী তাদেরকে উদ্ধার করবে না সরকার?

English summary
Uttarakhand Civil Aviation Development Authority said that passengers would be charged for availing helicopters during rescue operations at the time of disasters.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X