For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার করোনা আক্রান্ত হয়ে খবরের শিরোনামে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত

Google Oneindia Bengali News

করোনা আক্রান্ত হলেন উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত। চিকিৎসকদের পরামর্শ মতো নিজেকে আইসোলেট করেছেন তীরথ সিং রাওয়াত। উল্লেখ্য, ১০ মার্চ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই বিভিন্ন কারণে খবরের শিরোনামে থেকেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। কখনও তিনি বলেছেন, ভারতকে ২০০ বছর শাসন করেছে আমেরিকা। আবার কখনও মেয়েদের রিপড জিনস পরা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছএন তিনি।

করোনা আক্রান্ত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত

মঙ্গলবার একটি কর্মিসভায় এক মহিলার সঙ্গে তাঁর কথোপকথন তুলে ধরেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী৷ ওই মহিলা নাকি তাঁর দুই সন্তানকে নিয়ে বিমানে সফর করছিলেন৷ রাওয়াত বলেন, 'তিনি আমার পাশে বসেছিলেন, তাই তাঁর সঙ্গে কথা বলি৷ তিনি গাম্বুট পরেছিলেন, আর তাঁর জিনসটা হাঁটুর কাছে ছেঁড়া ছিল৷ তিনি একটি এনজিও চালান৷ তাঁর জিনস হাঁটুর কাছে ছেঁড়া৷ তাই নিয়েই তিনি বাচ্চাদের সঙ্গে করে সমাজে ঘুরে বেড়াচ্ছেন৷ ছেলেমেয়েদের কী মূল্যবোধ তিনি শেখাবেন?' এই বক্তব্যকে ঘিরেই ক্ষোভ উগরে দেয় নেটিজেনরা।

এদিকে বেশ কিছুদিন ধরেই উত্তরাখণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে নিয়ে দ্বন্দ্ব চলছিল রাজ্য বিজেপির অন্দরে৷ তাঁর কাজে খুশি ছিলেন না দলেরই একটা বড় অংশ৷ এরই মধ্যে জল্পনা শুরু হয়, রাজ্যে বিধানসভা ভোটের আগেই নেতৃত্বে রদবদল ঘটাতে চলেছে গেরুয়া শিবির৷ যার জেরে মুখ্যমন্ত্রী পদে ত্রিবেন্দ্রর টিকে থাকা নিয়েই তৈরি হয় অনিশ্চয়তা৷ এই টানাপোড়েনের মধ্যেই মঙ্গলবার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন ত্রিবেন্দ্র৷ ত্রিবেন্দ্র সিং রাওয়াত পদত্যাগ করার পরই তাঁর উত্তরসূরি কে হবেন, তাই নিয়ে শুরু হয় জল্পনা৷ তীরথ সিং রাওয়াত ছাড়াও দৌড়ে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এবং উত্তরাখণ্ড মন্ত্রিসভার সদস্য ধন সিং রাওয়াত৷ তবে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী হন রাওয়াত। তবে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসা পর্যন্ত একাধিক বিতর্কে নাম জড়িয়েছে তাঁর।

English summary
Uttarakhand Chief Minister Tirath Singh Rawat infected with Coronavrius
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X