বন্দুক হাতে নেচে ছয় বছরের জন্য পার্টি থেকে বহিষ্কৃত উত্তরাখণ্ডের বিজেপি বিধায়ক
উত্তরাখণ্ডের বিজেপি বিধায়ক প্রণব সিং চ্যাম্পিয়নের মদ্যপ অবস্থায় দুই হাতে বন্দুক হাতে হিন্দি গানের সঙ্গে নাচ করার ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। খবর পেয়ে উত্তরাখণ্ডে বিজেপি প্রধানকে তলব করেন অমিত শাহ। তাঁর কাছে পুরো বিষয়টি জানতে চেয়েছিলেন কিনি। অমিত শাহের নির্দেশ মেনেই উত্তরাখণ্ডের বিজেপি প্রধান অজয় ভাট তাঁকে নোটিস পাঠিয়েছিলেন।

তাতেই নরম হয়নি বিজেপি নেতৃত্ব, ঘটনার এক সপ্তাহ কাটতে না কাটতেই চরম সিদ্ধান্ত নেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। প্রণব সিং চ্যাম্পিয়নকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়।
উত্তরাখণ্ডের এই বিজেপি বিধায়ক আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন। এর আগে এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তখনই দল তাকে ৬ মাসের জন্য সাসপেন্ড করে। তার পরে আবার বন্দুক নিয়ে নিজের পারিষদদের সঙ্গে নাচগান করার ঘটনায় শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে।
বেয়ারা নেতাদের ঠিক করতে একের পর এক কড়া পদক্ষেপ নিয়ে চলেছেন মোদী, অমিত শাহ। এর আগে কৈলাস বিজয়বর্গীয়র ছেলেও সাসপেন্ড করা হয়েছে।