For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গরু জাতীয় 'মাতা'! বিধানসভায় প্রস্তাব পাশ মোদীর দল শাসিত রাজ্যে

গরুকে জাতীয় মাতা হিসেবে ঘোষণার প্রস্তাব পাশ হয়ে গেল উত্তরাখণ্ড বিধানসভায়। পাশ হওয়া এক লাইনের এই প্রস্তাব বিবেচনার জন্য পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে।

  • |
Google Oneindia Bengali News

গরুকে জাতীয় মাতা হিসেবে ঘোষণার প্রস্তাব পাশ হয়ে গেল উত্তরাখণ্ড বিধানসভায়। পাশ হওয়া এক লাইনের এই প্রস্তাব বিবেচনার জন্য পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে। বিধানসভায় প্রস্তাব আনেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী রেখা আর্য।

 গরু জাতীয় মাতা! প্রস্তাব পাশ মোদীর দল শাসিত রাজ্যে

উত্তরখণ্ডের বিজেপি সরকার ইতিমধ্যেই সেরাজ্যে গোরক্ষার জন্য রাজ্যে গরু হত্যা নিষিদ্ধ করেছে। এবার সারা দেশেই যাতে সেই নিষিদ্ধ-আইন বলবত হয়, সেই চেষ্টাই করছেন তারা। এমনটাই জানিয়েছেন মন্ত্রী।

বিরোধী নেতা ইন্দিরা হৃদয়েশ পরিত্যক্ত পশু নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি জানানোর দাবি করেন। যদিও রাজ্যের কংগ্রেস প্রধান প্রীতম সিং সরকারের আনা প্রস্তাব সমর্থন করেছেন বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন:তৃণমূলের বিরুদ্ধে লড়াই! উপায় বাতলে দিলেন অমিত শাহ][আরও পড়ুন:তৃণমূলের বিরুদ্ধে লড়াই! উপায় বাতলে দিলেন অমিত শাহ]

প্রাণী সম্পক বিকাশ দফতরের সচিব আর মীনাক্ষী সুন্দরম দাবি করেছেন, একদশকের মধ্যে পরিত্যক্ত গরুর সংখ্যা কমে যাবে।

[আরও পড়ুন: রাফায়েল ইস্যুতে সোচ্চার কংগ্রেস, আজ ঘেরাও কর্মসূচিতে নামছে দল][আরও পড়ুন: রাফায়েল ইস্যুতে সোচ্চার কংগ্রেস, আজ ঘেরাও কর্মসূচিতে নামছে দল]

তাঁর দাবি পথচলতি গরুগুলির ৭৫ শতাংশই ষাঁড়। রাষ্ট্রীয় গোকুল মিশনের সহযোগিতায় পথে ঘুরে বেরানো গরুগুলির ওপর নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে বলে দাবি করেছেন তিনি।

[আরও পড়ুন:মোদীকে চিঠি ইমরানের! কোন পথে দুদেশের সম্পর্কের উন্নতি, জানালেন ইচ্ছার কথা][আরও পড়ুন:মোদীকে চিঠি ইমরানের! কোন পথে দুদেশের সম্পর্কের উন্নতি, জানালেন ইচ্ছার কথা]

রাজ্যের তরফে গো-শালাগুলিকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

English summary
Uttarakhand assembly on Wednesday recommended declaration of cow as rashtra mata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X