'লাভ জেহাদ' নিয়ে আসছে নয়া আইন! 'রাম নাম সত্য' এর প্রসঙ্গ তুলে যোগী কোন ইঙ্গিত দিলেন
গোটা দেশে লাভ জেহাদ নিয়ে একের পর এক খবর গত কয়েক বছরে উঠে এসেছে। কিছুদিন আগেও সেটা নিয়ে পারদ চড়েছিল। এমনকি বিজেপি কংগ্রেসের দ্বন্দ্বের এই অন্যতম ইস্যয়ু ঘিরে বিজেপি মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি, ও শাহনাওয়াজ হুসেনের বিয়ে নিয়েও প্রশ্ন তোলে বিরোধী শিবির। এমন পরিস্থিতিতে উত্তরপ্রদেশের যোগী সরকার দিল বড় বার্তা।

লাভ জেহাদ..প্রসঙ্গ উঠল এলাহাবাদ হাইকোর্টের
উত্তরপ্রদেশে লাভ জেহাদ নিয়ে নতুন আইন আনতে চলেছে যোগী সরকার। এদিকে, এক সভায় সেই আইনের প্রসঙ্গে মুখ খুলে, যোগী আদিত্যনাথ বলেন, এলাহাবাদ হাইকোর্ট বলেছে, বিয়ের জন্য ধর্মান্তরকরণ প্রয়োজনীয় নয়। এরপর তিনি বলেন, 'সরকার সর্বোত চেষ্টা করবে লাভ জেহাদকে কমিয়ে আনার। আমি তাদের সতর্ক করছি , যাঁরা পরিচিতি লোকাচ্ছেন আর আমাদের মেয়েদের অসম্মান করছেন।....'

'রাম নাম সত্য' এর প্রসঙ্গ, এবং যোগী
' যদি নিজেরা এমন রাস্তা থেকে সরে না আসেন তাহলে আপনাদের 'রাম নাম সত্য' এর সফর শুরু হয়ে যাবে। ' লাভ জেহাদ প্রসঙ্গে এমনই বার্তা দিয়েছেন যোগী আদিত্য়নাথ। সাফ ভাষায় তিনি জানান, উত্তর প্রদেশে লাভ জেহাদ কে নিয়ে তিনি বড় পদক্ষেপ খুব শিগগিরই নিতে চলেছেন।

এলাহাবাদ কোর্ট ও লাভ জেহাদ বার্তা
এক দম্পতি কয়েকদিন আগে তাঁদের বিয়ে নিয়ে এলাহাবাদ হাইকোর্টে মামলা করেন। সেখানে আলাদতকে দম্পতি জানান, যাতে স্ত্রীর বাবা তাঁদের দাম্পত্যে নাক না গলান, তার জন্য কোনও নির্দেশিকা জারি করতে। সেই সময়ই ওই দম্পতির বিয়েতে ধর্মান্তকরণের বিষয়টি প্রকাশ্যে আসে। তারপরই কোর্ট ধর্মান্তরণকরণ নিয়ে ওই বার্তা দেন।

লাভ জেহাদ, প্রসঙ্গ উঠেছে বিজেপি মন্ত্রীদের
কয়েকদিন আগে ফরিদাবাদে এক খুনের ঘটনায় লাভ জেহাদের প্রসঙ্গ ওঠে। যা নিয়ে উত্তরপ্রদেশের রাজনীতি তোলপাড় হয়েছে। এরআগে এই ইস্যুতে বিজেপির মন্ত্রী মুক্তার আব্বাস নকভি ও শাহনওয়াজ হুসেনের স্ত্রীদের নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েনি বিরোধী শিবিরের আজম খান।

রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না, দার্জিলিংয়ের এসপি-ডিএমকে হুঁশিয়ারি রাজ্যপালের