For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোরক্ষপুরে শিশু মৃত্যুর ঘটনায় এই চিকিৎসককেই ভিলেন বানাল যোগী আদিত্যনাথের সরকার

গ্রেফতার করা হল উত্তরপ্রদেশের বিআরডি হাসপাতালের প্রাক্তন চিকিৎসক কাফিল খানকে।উত্তরপ্রদেশের স্পেশাল টাস্কফোর্স তাঁকে গ্রেফতার করেছে।

  • |
Google Oneindia Bengali News

গ্রেফতার করা হল উত্তরপ্রদেশের বিআরডি হাসপাতালের প্রাক্তন চিকিৎসক কাফিল খানকে। উত্তরপ্রদেশের স্পেশাল টাস্কফোর্স তাঁকে গ্রেফতার করেছে। অগাস্টের প্রথমের দিকে ৭০টি শিশুর মৃত্যুর ঘটনায় তাঁকে অভিযুক্ত করা হয়েছিল।

গোরক্ষপুর হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় এই চিকিৎসককেই ভিলেন বানাল যোগী আদিত্যনাথের সরকার

হাসপাতালে শিশু মৃত্যু নিয়ে কাফিল খানের নাম সামনে আসতেই, হাসপাতালের শিশু বিভাগের নোডাল অফিসারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কাফিল খানকে। আদালত দুই চিকিৎসক, কাফিল খান এবং সতীশের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে।

গোরক্ষপুর হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় এই চিকিৎসককেই ভিলেন বানাল যোগী আদিত্যনাথের সরকার

হাসপাতালে শিশু মৃত্যু নিয়ে শোরগোল শুরু হওয়ার পরেই উত্তরপ্রদেশের মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গড়া হয়। সেই রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে। প্রেস বিজ্ঞপ্তি জারি করে রিপোর্টের সব প্রস্তাবই সরকার গ্রহণ করছে বলে জানানো হয়েছিল। একইসঙ্গে বিআরডি হাসপাতালের তৎকালীন প্রিন্সিপাল রাজীব মিশ্র, অক্সিজেন সাপ্লাই ইনচার্জ চিকিৎসক সতীশ এবং চিকিৎসক কাফিল খানের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার প্রস্তাবও ছিল ওই রিপোর্টে।

হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার নিজের ক্লিনিকে নিয়ে যাওয়ায় যুক্ত থাকার অভিযোগ উঠেছিল কাফিল খানের বিরুদ্ধে।

English summary
Uttar Pradesh STF arrests accused Dr. Kafeel Khan from gorakhpur, over the death of nearly 70 children at the BRD hospital
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X