ভোটের 'কুরুক্ষেত্রে' নামতে চলেছে বিজেপি! উত্তরপ্রদেশে গ্রামের মাটি দখলের লড়াই কোন প্রস্তুতিতে দল
তিন তালাক, কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া, সিএএ নিয়ে মোদী সরকারের সিদ্ধান্ত এবং অযোধ্যা ইস্যুতে যোগী রাজ্যে তৎপরতার অধ্যায়ের পর এবার হাইভোল্টেজ উত্তরপ্রদেশ নির্বাচনের দিকে এগোচ্ছে দেশ। ২০২২ সালে এই বিধানসভা নির্বাচন। তার আগে রয়েছে সেখানে গ্রামের মাটি দখলের উদ্দেশে পঞ্চায়েত ভোট।

বিজেপির কুরুক্ষেত্রের যুদ্ধ!
কথায় বলে, উত্তরপ্রদেশ যার দখলে সংসদ তার দখলে। আর এই ফর্মুলাতেই বিজেপির ২০১৭ সালের ভোট যুদ্ধ মাত করে। যারপর ২০১৯ সালের লোকসভার পিচ তৈরি করতে সমস্যা হয়নি অমিত শাহের। সামনেই ২০২২ উত্তরপ্রদেশ বিধানসভা ভোট। যার পরেই রয়েছে ২০২৪ লোকসভা ভোট। তার আগে এবছরে যোগীরাজ্যের গ্রামের জমি কামড়ে ধরতে তৎপরতা শুরু বিজেপির।

বিজেপির লড়াই কতটা কঠিন?
উত্তরপ্রদেশের ভোটব্যাঙ্কে থাবা বসাতে বিজেপির সামনে যুযুধান শিবির হিসাবে সমাজবাদী পার্টি বা বহুজন সমাজবাদী পার্টিই শুধু নেই। গোবলয়ের এই আঞ্চলিক দল ছাড়াও এবার হিন্দুভোটে বিজেপির ভোটে ভাগ বসাতে তৎপর শিবসেনা। আসছে আম আদমি পার্টি। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের বুকে ময়দানে নামছে এআইএমআইএমও।

যোগী রাজ্যে মিম
উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচনের আগে ইতিমধ্যেই মিম প্রার্থী ঘোষণা করেছে। এরা মূলত, আজমগঢ়, লখনউ, ফৈজাবাদ, গোন্ডা, সুলতানপুর বস্তি এলাকাকে টার্গেট করে নিজেদের জমি শক্ত করতে চাইছে। যা সমাজবাদী পার্টির পক্ষে বিপজ্জনক হতে পারে। ফলে ইতিমধ্যেই মিমের 'উদ্দেশ্য' ঘিরে সন্দেহ প্রকাশ করছে বিজেপি বিরোধী দলদগুলি।

যোগী ক্যাম্পের স্ট্র্যাটেজি
প্রসঙ্গত, উত্তরপ্রদেশ নির্বাচন ঘিরে আজই বৈঠকে বসছে বিজেপি নেতৃত্ব। এদিকে, আগামী মার্চে যোগী সরকার পূর্ণ করবে তার ৪ বছর । তার আগে এই ভোট বিজেপি র কাছে লিটমাস টেস্ট। যার হাত ধরে ২০২২ বৈতরণী পার করতে হবে দলকে। আর আপাতত বিজেপির যা নীতি তাতে কংগ্রেসের থেকেও অখিলেশ ক্যাম্পকে ফোকসা করে আক্রণ শানাচ্ছে দল।

নববর্ষেই মুখ ভার আকাশের! শীতের মাঝেই গোটা উত্তর ভারতে চলছে তুমুল বৃষ্টি, জারি হলুদ সতর্কতা