For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাধুর বেশে উত্তর প্রদেশে নাশকতার ছক জঙ্গিদের , প্রশিক্ষণ চলছে পাকিস্তানে

১৭ থেকে ১৮ জনের সন্ত্রাসবাদীদের একটি দলকে পাকিস্তানের মাটিতে হিন্দু সাধু হিসাবে তৈরি করার প্রশিক্ষণ চালানো হচ্ছে। উত্তর প্রদেশ জুড়ে সূড়ান্ত সতর্কতা জারি করেছে প্রশাসন।

  • |
Google Oneindia Bengali News

লখনউ, ২২ এপ্রিল : হিন্দু সাধুর বেশে এবার উত্তর প্রদেশে নাশকতা ঘটনাবার ছক কষছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। গোয়েন্দা সূত্র ও মধ্যপ্রদেশ পুলিশ সূত্রে এমনই তথ্য পেয়ে উত্তর প্রদেশ জুড়ে সূড়ান্ত সতর্কতা জারি করেছে প্রশাসন।

খবর,১৭ থেকে ১৮ জনের সন্ত্রাসবাদীদের একটি দলকে পাকিস্তানের মাটিতে হিন্দু সাধু হিসাবে তৈরি করার প্রশিক্ষণ চালানো হচ্ছে। এমনই তথ্য জানিয়েছে ভারতীয় গোয়ন্দা সংস্থা। এই প্রশিক্ষণে প্রত্যক্ষ মদত দিচ্ছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই।

সাধুর বেশে উত্তর প্রদেশে নাশকতার ছক জঙ্গিদের , প্রশিক্ষণ চলছে পাকিস্তানে

জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার জন্য, তাদের হিন্দু মন্ত্র পাঠ, শ্লোক ইত্যাদি শেখানো হচ্ছে। সূত্রের খবর, নাশকতা ভারতের মাটিতে ধর্মীয় স্থানে ঘটাবার ছক কষছে জঙ্গিরা। এই তথ্য আসার পর থেকেই উত্তর প্রদেশের অযোধ্যা, মথুরা, বারাণসীতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

এদিকে, আগ্রার তাজমহল, এলাহাবাদ, লখনৌ হাইকোর্ট চত্বরে নিরাপত্তা অনেকটাই জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এর আগেও পাক গোয়েন্দা সংস্থা আইএসআই একইভাবে 'অপরেশন কৃষ্ণা' -এর মতো নাশকতার ছক কষেছিল ভারতের মাটিতে। তা ভেস্তা দিয়েছিল ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। এবারও যাবতীয় প্রতিকূলতার সম্মুখীন হতে নিরাপত্তা বাহিনী তৈরি বলে জানানো হয়েছে।

English summary
Uttar Pradesh police tightened security in all districts on Saturday following intelligence inputs that “anti-national elements” dressed like Hindu saints were planning to carry out “spectacular” attacks at prominent religious sites and public places in the state.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X