For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে ফের সাধু হত্যার খবর! করোনার আবহে চাঞ্চল্যকর খুনের ঘটনায় তোলপাড়

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের পালঘরের ঘটনার পর ফের একবার দেশে সাধু হত্যার খবর। এবার যোগী আদিত্যনাথ শাসিত রাজ্য উত্তরপ্রদেশে সাধু হত্যার খবর উঠে আসছে। যা ঘিরে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। এর আগে মহারাষ্ট্রের পালঘরে ২ সাধুকে পিটিয়ে হত্যা করার ঘটনা প্রকাশ্যে আসে। যার জেরে ১০১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এদিকে, প্রাথমিকভাবে সেই ঘটনায় সাম্প্রদায়িকতার অভিযোগ উঠলেও, তা পরবর্তীকালে নস্যাৎ করে মহারাষ্ট্র সরকার।

উত্তরপ্রদেশের চাঞ্চল্যকর ঘটনা

উত্তরপ্রদেশের চাঞ্চল্যকর ঘটনা

উত্তরপ্রদেশের বুলন্দশহরের পাগোনা গ্রামে অনুশহর এলাকায় ২ সাধুকে হত্যা করা হয়েছে বলে খবর। সোমবার রাতের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

কেন হত্যাকাণ্ড?

কেন হত্যাকাণ্ড?

ঘটনার জেরে ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, রাজু নামের ওই ব্যক্তি মাদকের নেশার ঘোরে এমন হত্যাকাণ্ড চালায়। সাধুদের অভিযোগ ছিল রাজু নামের ওই ব্যক্তি তাঁদের 'চিমটা' চুরি করেছে। আর তার জেরেই বচসা হয় ও পরপর ২ টি খুন হয়।

 মন্দিরে হত্যাকাণ্ড!

মন্দিরে হত্যাকাণ্ড!

জানা গিয়েছে গ্রামের স্থানীয় একটি মন্দিরে এই হত্যাকাণ্ড হয়েছে। সেখানে ধারালো কোনও অস্ত্রের কোপে ওই সাধুদের হত্যা করা হয়েছে বলে খবর। গোটা পরিস্থিতির সবিস্তারের রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

পালঘরের ঘটনা

পালঘরের ঘটনা

গত ১৬ এপ্রিল ঘটেছে মহারাষ্ট্রের পালঘরের ঘটনা। যেখানে একটি গ্রামের ভিতর দুই সাধুকে পিটিয়ে খুন করা হয় বলে খবর। প্রাথমিকভাবে ঘটনায় সাম্প্রদায়িকতার অভিযোগ ওঠে। তবে এরপরবর্তী পর্যায়ে মহারাষ্ট্র সরকার অভিযুক্তদের যে তালিকা প্রকাশ করে, তাতে দেখা যায় অভিযুক্তের তালিকায় মুসলিম সম্প্রদায়ের কারোর নাম নেই।

পালঘর কাণ্ডে ১০১ জন গ্রেফতার

পালঘর কাণ্ডে ১০১ জন গ্রেফতার

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ স্পষ্টভাবে জানিয়ে দেন যে, মহারাষ্ট্রের পালঘর জেলায় ২ সাধু সহ তিন ব্যক্তিকে গণপিটুনি দিয়ে মেরে ফেলার ঘটনায় এখনও পর্যন্ত যে ১০১ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে কেউই মুসলিম সম্প্রদায়ের নয়। উল্লেখ্য, মহারাষ্ট্র সরকার সেই সময় জানায় যে সাধুরা লকডাউন ভেঙে মহারাষ্ট্র সীমান্ত পেরিয়ে গুজরাত যেতে চাইছিলেন, তারপরই ক্ষোভে উন্মত্ত হয় জনতা। এদিকে, খবর ছিল যে নিজের গুরুদেবের মৃত্যু সংবাদ পেয়ে সেখানে পৌঁছনোর চেষ্টা করেন ওই ২ সাধু।

English summary
Uttar Pradesh latest news, 2 sadhus killed in Bulandshahr; 1 man arrested
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X