For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসকে মহাজোটে না নিয়ে মোদীর আক্রমণ অনেকটাই ভোঁতা করে দিতে পেরেছে এসপি-বিএসপি

দু'হাজার ঊনিশের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৮ এপ্রিল| ওই দিন সারা দেশে মোট ৯১টি আসনে ভোটগ্রহণ হবে যার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের আটটি|

  • By Shubham Ghosh
  • |
Google Oneindia Bengali News

দু'হাজার ঊনিশের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৮ এপ্রিল| ওই দিন সারা দেশে মোট ৯১টি আসনে ভোটগ্রহণ হবে যার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের আটটি| রাজ্যের পশ্চিমে অবস্থিত এই আটটি আসনেই গতবার বিজেপি জিতেছিল আর যেহেতু এই আটটির মধ্যে চারটি সংরক্ষিত তফসিলি জাতির জন্যে, তাই মায়াবতীর বিএসপি-র জন্যে এটি একটি গুরুত্বপূর্ণ দফা| যে আটটি আসনে নির্বাচন হবে আগামী বৃহস্পতিবার, তার মধ্যে বিএসপি ছ'টিতে এবং তাদের জোটসঙ্গী এসপি একটিতে প্রার্থী দিয়েছে| মুসলমান, দলিত, জাঠ এবং গুজ্জর সম্প্রদায় অধ্যুষিত অঞ্চলগুলিতে দ্বিতীয় দফায় ভোট হবে আর তাই একদিকে বিজেপি এবং অন্যদিকে মহাজোট -- দুই পক্ষই তাল ঠুকছে জেতার লক্ষ্যে|

কংগ্রেসকে না নিয়ে মহাজোটের লাভ

কংগ্রেসকে না নিয়ে মহাজোটের লাভ

তবে একটি ব্যাপারে মহাজোটের নেতৃত্ব স্বস্তির নিঃশ্বাস ফেলছে এবং তা হল তাদের মঞ্চে কংগ্রেসের অনুপস্থিতি| একদিকে যেমন কংগ্রেসের দুর্বলতা রাজ্যের প্রধান দুই দলকে রাহুল গান্ধীর প্রতি নিস্পৃহ রেখেছে, তেমনই কংগ্রেসের অনুপস্থিতির ফলে নরেন্দ্র মোদীর আক্রমণকেও অনেকটা ভোঁতা করে দেওয়া গিয়েছে বলে তাঁদের অভিমত|

কংগ্রেস জোটে থাকলে মোদীর সুবিধে হত; সেই চিরাচরিত আক্রমণ চলত

কংগ্রেস জোটে থাকলে মোদীর সুবিধে হত; সেই চিরাচরিত আক্রমণ চলত

কংগ্রেস যদি মহাজোটে থাকত, তাহলে মোদী এবং বিজেপি তাঁদের চিরাচরিত পরিবারবাদ ও জাতীয়তাবাদী রাজনৈতিক স্লোগানে আক্রমণ করত মহাজোটকে, যার ফলে উত্তরপ্রদেশের স্থানীয় রাজনীতির মধ্যে ঢুকে পড়ত জাতীয় বিষয় আর তাতে অসুবিধে হত মায়াবতী-অখিলেশদেরই| কিন্তু কংগ্রেস না থাকাতে মোদীকে এখন কৌশল বদলাতে হচ্ছে| নতুন পথে এসপি-বিএসপি-আরএলডি জোটকে সংক্ষেপে "শরাব" এবং "মহামিলাবট" বলে আক্রমণ শানাতে হচ্ছে| বিজেপির পক্ষে রাতারাতি স্থানীয় বিষয় নিয়ে মুখ খোলা সহজ নয় বিশেষ করে তাদের নিজের সরকার যখন উত্তরপ্রদেশে বিরাজমান| আর এখানেই বাজিমাত করার জন্যে ঝাঁপাচ্ছে মহাজোট|

গতবছর উপনির্বাচনে জিতে ভোট ভাগাভাগির কথাকেও বিশেষ গুরুত্ব দিতে নারাজ এসপি-বিএসপি

গতবছর উপনির্বাচনে জিতে ভোট ভাগাভাগির কথাকেও বিশেষ গুরুত্ব দিতে নারাজ এসপি-বিএসপি

কথা অবশ্য উঠছে যে কংগ্রেস আলাদা লড়ার ফলে বিজেপি-বিরোধী ধর্মনিরপেক্ষ ভোটটি ভাগাভাগি হয়ে গিয়ে আখেরে মোদী-অমিত শাহদেরই সুবিধে হবে, কিন্তু সাম্প্রতিক অতীতে উত্তরপ্রদেশে উপনির্বাচনে জোট বেঁধে বিজেপিকে হারানোর পর এসপি-বিএসপি সেই নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দিতে নারাজ|

English summary
Uttar Pradesh grand alliance has succeeded in blunting Modi attack by excluding Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X