For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারি প্রকল্পের প্রচারে এবার মসজিদের লাউডস্পিকার ব্যবহারের পরিকল্পনা যোগী সরকারের

সরকারি প্রকল্পের প্রচারে মসজিদের লাউডস্পিকার ব্যবহারের পরিকল্পনা যোগী সরকারের

  • |
Google Oneindia Bengali News

রাজ্য সরকারের নতুন প্রকল্পের ঘোষণা করার জন্য উত্তরপ্রদেশ পাওয়ার কর্পোরেশন মসজিদের লাউডস্পিকার ব্যবহারের পরিকল্পনা করেছে বলে জানা যাচ্ছে। বর্তমানে কৃষকদের সহজ কিস্তিতে ঋণ শোধের একটি প্রকল্প ঘোষণা করেছে উত্তরপ্রদেশের যোগী সরকার। সেই প্রকল্পের ঘোষণাও এবার মসজিদের এই লাউডস্পিকারের মাধ্যমে করা হতে পারে জানা যাচ্ছে।

'ইউপি কিসান আসান কিস্তি যোজনার ঘোষণাই করা হবে প্রাথমিক ভাবে

'ইউপি কিসান আসান কিস্তি যোজনার ঘোষণাই করা হবে প্রাথমিক ভাবে

'ইউপি কিসান আসান কিস্তি যোজনায়' নলকূপের মালিকদের বিনা সুদে সহজ কিস্তিতে তাদের বিল পরিশোধের লক্ষ্যেই এই নয়া প্রকল্পের সূচনা করেছে উত্তরপ্রদেশ সরকার। সূত্রের খবহর, এই ক্ষেত্রে বিদ্যুৎ কর্পোরেশনের লক্ষ্য সর্বাধিক কৃষককে এই তালিকায় আনা।

পিভিভিএনএল-র এই প্রকল্পের আওতায় রয়েছে ১৪টি জেলা

পিভিভিএনএল-র এই প্রকল্পের আওতায় রয়েছে ১৪টি জেলা

পশিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেডের (পিভিভিএনএল) কর্মকর্তাদের মতে, এই প্রকল্পের আওতায় বর্তমানে ১৪টি জেলাকে আনার পরিকল্পনা রয়েছে সরকারের। এর মধ্যে রয়েছে মেরুট, বাগপত, গাজিয়াবাদ, বুলান্দশহর, হাপুর, গৌতম বুদ্ধ নগর, সাহারানপুর, মুজাফফরনগর, শমলি, মুরাদবাদ, সামভাল, আমরোহা, রামপুর ও বিজনোর।

অতীতে একাধিক সাম্প্রদায়িক বিরোধের সাক্ষী থেকেছে স্পিকার গুলি

অতীতে একাধিক সাম্প্রদায়িক বিরোধের সাক্ষী থেকেছে স্পিকার গুলি

পিভিভিএনএল-এর ব্যবস্থাপনা পরিচালক অরবিন্দ মল্লপা বাঙ্গারি এই প্রসঙ্গে বলেন, "এটা ভালো যে অতীতে যে অযৌক্তিক উত্তেজনা সৃষ্টিকারী লাউডস্পিকার গুলিকে এখন কিছুটা কাজে লাগানো হবে। আমি মনে করি যে লাউড স্পিকারের মাধ্যমে সরকারি ঘোষণা গুলি আরও দ্রুত ছড়িয়ে পড়বে মানুষের মধ্যে।" এদিকে একাধিক মসজিদের লাউডস্পিকারগুলি পশ্চিম উত্তরপ্রদেশে প্রায়শই সাম্প্রদায়িক বিরোধের কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও দেখা গেছে সাম্প্রতীক অতীতে।

শুরু হয়েছে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা, পরীক্ষার্থী রেকর্ড সংখ্যক হিন্দুশুরু হয়েছে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা, পরীক্ষার্থী রেকর্ড সংখ্যক হিন্দু

English summary
The Yogi government plans to use the mosque's speakers to promote government projects
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X