For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশে বানরের রহস্যজনক মৃত্যুতে করোনা সংক্রমণের আশঙ্কা

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই বিভিন্ন দেশ থেকেই কয়েকদিন ধরেই খবর পাওয়া যাচ্ছে অন্যান্য জীবজন্তুর মধ্যেও করোনা সংক্রমণের। উত্তরপ্রদেশের শামলি জেলার একটি গ্রামে গত ৪দিনে ১০টি বানরের মৃত্যুতে দানা বাঁধছে এমনই সন্দেহ।

উত্তরপ্রদেশে বানরের রহস্যজনক মৃত্যুতে করোনা সংক্রমণের আশঙ্কা

সূত্রের খবর, বানরগুলির নিউমোনিয়ার মত উপসর্গ দেখা দেয়। দুটি বানরের মৃতদেহের নমুনা পরীক্ষার জন্যে বরেলির ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট(আইভিআরআই)-এ পাঠানো হয়েছে বলে খবর।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পাওয়াসা গ্রামের প্রায় ৩০০ জনের পরীক্ষা ও জীবাণুমুক্ত করার প্রক্রিয়া চলাকালীন ৪৫ বছরের একজনের মধ্যে নিউমোনিয়ার উপসর্গ দেখে তাকে গৃহবন্দি থাকার নির্দেশ দেয় প্রশাসন। সাম্ভালের প্রধান স্বাস্থ্য অধিকর্তা ডঃ অমিতা সিংয়ের মতে, স্বাস্থ্যকর্মীদের ৫টি দল গ্রামের প্রায় ৩৩০জনের থার্মাল পরীক্ষা করেছে।

সাম্ভাল বনবিভাগের অধিকর্তা দেবেন্দ্র কুমার চতুর্বেদী জানান, ময়নাতদন্তে একটি বানরের মৃত্যুর কারণ নিউমোনিয়া জানা গেছে। তাঁর মতে, ১০টি বানরের মৃতদেহই গ্রামের পুকুরের পাশে পাওয়া যায়। জেলাশাসক অবিনাশ কৃষ্ণ সিং ওই পুকুরের আশেপাশে থাকা গ্রামবাসীর পরীক্ষার কথা জানিয়েছেন। আইভিআরআইয়ের অধিকর্তা আর কে সিং ময়নাতদন্তের ফলাফল সম্বন্ধে কিছু জানাতে চাননি বলে খবর। ফলত গ্রামবাসী থেকে প্রাণীবিদ, কপালে ভাঁজ চওড়া হচ্ছে প্রত্যেকেরই।

English summary
Uttar Pradesh feared corona infection after monkey's mysterious death
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X