For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রিয়াঙ্কাকে 'টুইটারওয়ালি নেতা' বলে কটাক্ষ বিজেপি নেতার, জেনে নিন কারণ

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে টুইটারওয়ালি নেতা বলে কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। গতকালই প্রকাশ পায় ন্যাশনাল ক্রাইমস রেকর্ড ব্যুরোর রিপোর্ট। রিপোর্টে বলা হয়, মহিলাদ

Google Oneindia Bengali News

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে টুইটারওয়ালি নেতা বলে কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। গতকালই প্রকাশ পায় ন্যাশনাল ক্রাইমস রেকর্ড ব্যুরোর রিপোর্ট। রিপোর্টে বলা হয়, মহিলাদের বিরুদ্ধে অপরাধর ঘটনায় শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। এর জন্য উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের তীব্র নিন্দা করেন প্রিয়াঙ্কা। সরকারের সমালোচনা করায় প্রিয়াঙ্কাকে টুইটারওয়ালি বলে কটাক্ষ করেন মৌর্য।

কেশব প্রসাদ মৌর্যের বক্তব্য

কেশব প্রসাদ মৌর্যের বক্তব্য

মৌর্য বলেন, "তিনি (প্রিয়াঙ্কা গান্ধী) একজন টুইটারওয়ালি নেতা। সম্প্রতী লোকসভা নির্বাচনে নিজের ভাইকে আমেঠি থেকে জেতাতে ব্যর্থ হন তিনি। সে কেথায় কী বলছে তাতে কিছু আসে যায় না। আমাদের সরকার কড় হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বদ্ধ পরিকর।"

ন্যাশনাল ক্রাইমস রেকর্ড ব্যুরোর রিপোর্ট নিয়ে প্রিয়াঙ্কার টুইট

ন্যাশনাল ক্রাইমস রেকর্ড ব্যুরোর রিপোর্ট নিয়ে প্রিয়াঙ্কার টুইট

এর আগে গতকাল প্রিয়াঙ্কা গান্ধী টুইট করে লেখেন, "মহিলাদের বিরুদ্ধে সব থেকে বেশি অপরাধ হচ্ছে উত্তরপ্রদেশে। সরকারের লজ্জা হওয়া উচিৎ। ৫৬ হাজারের বেশি অপরাধের ঘটনা প্রতি বছর মহিলাদের উপর হচ্ছে এই রাজ্যে। এগুলি তো শুধুমাত্র পুলিশের খাতায় দায়ের হওয়া মামলা। এছাড়া আরও অনেক ঘটনা রয়েছে যা পুলিশের কাছে আসে না। এই রিপোর্টের উপর ভিত্তি করে মুখ্যমন্ত্রীর কি উচিৎ না কড়া পদক্ষেপ নেওয়ার?"

ন্যাশনাল ক্রাইমস রেকর্ড ব্যুরোর রিপোর্টে পশ্চিমবঙ্গের অবস্থান

ন্যাশনাল ক্রাইমস রেকর্ড ব্যুরোর রিপোর্টে পশ্চিমবঙ্গের অবস্থান

এদিকে গতকাল প্রকাশিত রিপোর্টের পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গে নিরাপদ নয় মেয়েরা। নারী নির্যাতনের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে রাজ্যে। পুলিসের খাতায় প্রায় ৩০,৯৯২ অভিযোগ জমা পড়েছে। কয়েকদিন আগেই রাতের শহরে মহিলাদের নিরাপত্তা নিেয় প্রশ্ন উঠেছিল। একাধিত মডেল আক্রান্ত হয়েছিলেন রাতের শহরে। পার্কস্টিট ধর্ষণ কাণ্ডের মতো বড় ঘটনাও ঘটেছে। কামদুনি ধর্ষণ কাণ্ড নিয়েও কম তোলপাড় হয়নি রাজ্য রাজনীতি। তারপরেও কমেনি মহিলাদের আক্রান্ত হওয়ার ঘটনা।

English summary
Uttar Pradesh Deputy CM insinuated by terming Priyanka Gandhi as Twitterwali neta
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X