For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলাদের রাস্তায় ফেলে মার,ইউপি পুলিশের বর্বরতায় সমালোচনার ঝড় দেশজুড়ে

Google Oneindia Bengali News

মহিলাদের রাস্তায় ফেলে মার,ইউপি পুলিশের বর্বরতায় সমালোচনার ঝড় দেশজুড়ে
উত্তরপ্রদেশ, ১৪ জানুয়ারি :ফের বিতর্কের জেরে খবরের শিরোনামে উঠে এল উত্তর প্রদেশ। ফিরোজাবাদের রাস্তায় নিরস্ত্র মহিলাদের চড়-লাথি মারল পুলিশ। চলল পুলিশের নির্মম প্রহার। চলল লাঠি চার্জও।

কিন্তু কেন এত হিংস্র হয়ে উঠল পুলিশ? ঘটনার সূত্রপাত ২ নম্বর জাতীয় সড়কে হওয়া একটি পথদুর্ঘটনা থেকে। ওই পথদুর্ঘটনায় মৃত্যু হয় এক মজুরের। এর পরই হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভে সামিল হন এলাকার মহিলারাও।

দায় এড়িয়ে উত্তরপ্রদেশ পুলিশের জবাব, জাতীয় সড়কে যানজট সরাতেই লাঠিচার্জ হয়েছে

পুলিশ ঘটনাস্থলে পৌছেই আচমকা লাঠি চার্জ শুরু করে দেয়। মহিলা-পুরুষ নির্বিশেষে মাটিতে ফেলে ভেধড়র পেটাতে থাকে জনতাকে। চড়-কিল-ঘুষি-থাপ্পড়ে রেয়াত মেলেনি মহিলাদেরও। মহিলাদের সঙ্গে এহেন বর্বর অত্যাচারে আচরণের বিরোধিতায় সমালোচনার ঝড় উঠেছে দেশের সর্বস্তরে।

এই ঘটনার তীব্র প্রতিবাদ করে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন মমতা শর্মা । তিনি জানিয়েছেন, এই বিষয়ে তিনি রাজ্যের পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলবেন। ঘটনায় জড়িত ওই পুলিশ আধিকারিকদের কড়া শাস্তির দাবি জানিয়েছে মহিলা কমিশন।

তবে এই লজ্জাজনক ঘটনার ভ্রূক্ষেপ নেই উত্তরপ্রদেশ পুলিশর। নিজেদের দায় এড়াতে উত্তরপ্রদেশ পুলিশের জবাব, জাতীয় সড়কে যানজট সরানোর জন্যই ওই কাজ করা হয়েছে।

English summary
Uttar Pradesh cops caught on tape slapping women
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X